নাসিরুদ্দিনের পোষা পাঁঠাটার উপর পড়সিদের ভারি লোভ।কিন্তু তারা নানান ফিকির করেও তারা সে টা কে হাত করতে পারে না।শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে,ও মোল্লাসাহেব,বড় দুঃসংবাদ।
কাল নাকি প্রলয় হবে।এই দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে।তা হলে পাঁঠাকেও ধ্বংস করা হোক,বললে নাসিরুদ্দিন।
সন্ধেবেলা পড়শিরা দলেবলে এসে দিব্যি ফুঁর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে
ঘুমাতে লাগল।সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের জামা উধাও।প্রলয় যদি হবে,নাসিরুদ্দিন,তা হলে আর জামাগুলো আর কোন
কাজে লাগবে ভাই? তাই আমি সে গুলো আগুনে ধ্বংস করে ফেলেছি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।