প্রথম খলিফার ভাষণ

হযরত আবু বকর (রা.) প্রথম খলিফা নির্বাচিত হওয়ার পর মসজিদে নব্বীতে অনেক লোকের সভায় দন্ডয়মান হয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতির ব্যাপারে জনসাধারণকে অবগতি করে হামদ ও সানার পর বলেন, মুসলিম সাম্রাজ্যের ভাইগণ ! আমি আপনাদের একজন সেবক । যে গুরুদায়িত্ব আমর উপরে আজ অর্পিত হল তা যথাযথভাবে পালন করতে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি ।

আমি যতদিন আল্লাহ ও রাসুলের আদেশ এবং নির্দেশ মোতাবে চলি ততদিন আপনারা আমাকে সমর্থন করবেন । যদি পথভ্রষ্ট হয়ে যাই, যদি কখন সত্যপথ থেকে দূরে সরে যাই, তখন আপনারা আমার ভুল সংশোধন করে দেবেন । আমার শাসনকে অমান্য করবেন । মুসলিম সম্রাজ্যের সর্বপ্রথম খলিফার এ ভাষণের মাধ্যমে জনসাধারণের অধিকার প্রথম স্বীকৃত হয়েছে । এর মাধ্যেই গণতন্ত্রের মূল কথা ধ্বনিত হয়ে উঠেছে । সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুকুম দিয়েছেন হযরত মুহাম্মদ (সা.) এর ইন্তেকার এর কিছু দিন আগে । তখন সিরিয়ার সৈন্যরা মুতা নামক স্থানে অনেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছিল ।

হযরত মুহাম্মদ (সা.) পরম স্নেহাস্পদ যায়েদ বিন হারেস এখানে শহীদ হয়েছিলেন । যায়েদের কিশোর পুত্র উসামাকে তিনি এ অভিযানের নেতৃত্ব অর্পণ করেছিলেন । এ অভিযান খুব শীঘ্রই বাধাপ্রাপ্ত হল । হযরত মুহাম্মদ (সা.) হঠাৎ অসুস্থ হয়ে পড়েলেন । তাকে নিয়েই সবাই তখন ব্যস্ত । সুতরাং যুদ্ধ যাত্রা আপাতত স্থাগিত করা হল ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!