একবার পৃথিবীতে যে সব নদী আছে তারা সকলেই জোট বাঁধল ।তারা একদিন একজোট হয়ে সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রকে দোষারোপ করে বলল-এ কেমন ব্যবহার আপনার, আমরা পরিষ্কার খাবার জল নিয়ে আপনার কছে এলেই আপনি তা পান করবার অযোগ্য –লোনা করে দেন কেন ?
নদীগুলোর এই অভিযোগ শুনে সমুদ্র বলল-এর প্রতিকার তো তোমাদের হাতেই আছে । এক কাজ করো, তোমরা এবার থেকে আর আমার কাছে এসো না ; তাহলে তোমাদের জল আর লোনা হবে না ।
উপদেশ : সত্যিকারের বন্ধূ ও আত্নীয়ের দোষারোপ করা উচিত নয় ।