পৃথিবীতেই জান্নাতী স্ত্রীর সাক্ষাত

হযরত রবী ইবনে খাসীম (রহঃ) বলেন, আমাকে স্বপ্ন যোগে বলা হল যে, মাইমুনা সাওদা জান্নাতে তোমার স্ত্রী হবে। পরে সন্ধান নিয়ে জানতে পারলাম মাইমুনা সাওদা নামে এক রমনী  ছাগল চরিয়ে বেড়ায়। আমি তার অবস্থা পর্যবেক্ষন করতে গিয়ে দেখলাম, সে ফরজ  নামায ব্যতীত অন্য কোন আমল করে না এবং সন্ধ্যার সময়  প্রথমবার ছাগলের দুধ দোহন করে নিজে পান করে এবং দ্বিতীয় বার দোহন করে সেই ছাগলকেই পান করিয়ে দেয়।

পর পর তিন দিন তার এই অবস্থা লক্ষ্য করার পর চতুর্থ দিন আমি নিকটে এসে তাকে বললাম, হে বিবি! তুমি ছাগলের দুধ দোহন করে অন্য কাউকে না দিয়ে সেই ছাগলকেই কেন পান করাও? জবাবে সে বলল, হে আল্লাহর বান্দা! যেহেতু সেই ছাগল আমার নয় সেহেতু তার দুধও অন্য কাউকেই দেই না। আমি বললাম, তবে তুমি নিজে কেন পান কর। সে বলল, ঐ ছাগলের দুধ পান করার জন্যই এক ব্যক্তি আমার নিকট তা গচ্ছিত রেখেছে।

আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে যে আমল করতে দেখলাম তুমি কি তা ব্যতীত অন্য কোন আমল কর? সে বলল না, সকাল সন্ধ্যা আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রাখেন আমি তাতেই সন্তুষ্ট থাকি। সর্বশেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, স্বপ্নেযোগে আমাকে বলা হয়েছে? জান্নাতে তুমি আমার বিবি হবে, এ বিষয় কি তোমারও জানা আছে? সে জবাবে শুধু বলল, তোমার নাম কি রবী ইবনে খাসীম?

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!