মোল্লা নাসিরুদ্দিন নতুন একটা গাধা কিনে তার পিঠে পড়েছেন। কিছুতেই তাকে বাগে আনতে পারছেন না। নামতেও পারছেন না। গাধাটা তাকে নিয়ে নিজের খুশিমত লাফালাফি করছে। একবার রওনা দিল সোজা পুকুরের দিকে। পানিতেই নেমে পড়ে।
তক্ষুনি একঝাক ব্যাঙ প্রচন্ড চিৎকার শুরু করল। ভয় পেয়ে গাধাটা থামল।
তিনি নেমে পকেট থেকে পয়সা বের করে ছুড়ে দিলেন পুকুরের দিকে। ব্যাঙদের উদ্দেশ্য করে বললেন, ‘নাও বাবারা, তোমাদের পুরস্কার।’
–সংগৃহীত
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।