
মোল্লা নাসিরুদ্দিন নতুন একটা গাধা কিনে তার পিঠে পড়েছেন। কিছুতেই তাকে বাগে আনতে পারছেন না। নামতেও পারছেন না। গাধাটা তাকে নিয়ে নিজের খুশিমত লাফালাফি করছে। একবার রওনা দিল সোজা পুকুরের দিকে। পানিতেই নেমে পড়ে। তক্ষুনি একঝাক ব্যাঙ প্রচন্ড চিৎকার শুরু করল। ভয় পেয়ে গাধাটা থামল। তিনি নেমে পকেট থেকে পয়সা বের করে ছুড়ে দিলেন পুকুরের দিকে। ব্যাঙদের উদ্দেশ্য করে বললেন, ‘নাও বাবারা, তোমাদের পুরস্কার।’ –সংগৃহীত