পীর সাহেব এর হাত চাটানো

বর্তমান যুগের জাহেল পীরদের স্বভাব আশ্চর্য ধরণের। যখন যা মুখে আসে তাই বলে দেয়। আর যা ইচ্ছা তাই করে থাকে।

এরূপ এক জাহেল পীরের ঘটনা বর্ণিত আছে। এক মুরীদ তার কাছে একটি স্বপ্নের কথা বর্ণনা করে তার ব্যাখা জানতে চাইলো। বললো, “হুজুর গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি আপনার হাতটি একটি মধুর পাত্রে ডুবানো রয়েছে আর আমার হাত একটি পায়খানা ভর্তি পাত্রের মধ্যে ডুবানো আছে”।

এতটুকু বলা হতে না হতেই পীর সাহেব আনন্দের আতিশয্যে বলে উঠলো,”হবে না? এরূপই তো হবে! তুইযে গুনাগার দুনিয়ার কুকুর তাই তোর হাত নাপাল পাত্রে ডুবে থাকবে। আর আমি যে বুযুর্গ আল্লাহর ওলী তাই আমার হাত মধুর পাত্রে ডুবানো থাকবে।

মুরীদ বললো, হুযুর, স্বপ্নটি বলা এখনও শেষ হয়নি। তারপর দেখি আপনার হাতের আঙ্গুল আমি চাটছি, আর আমার হাতের আঙ্গুল আপনি চাটছেন”।

একথা শুনে পীর সাহেব রেগে অস্থির হয়ে মুরীদকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে লাগলো।

মোট কথা, মুরীদ স্বপ্ন দেখুক বা না-দেখুক, এটি খুব সত্য বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে। কারণ পীর সাহেব মুরীদের সাথে সম্পর্ক করেছিল দুনিয়ার স্বার্থের জন্যে যা পায়খানার সমতুল্য। তাই মুরীদের নাপাক হাত পীর সাহেবকে চাটতে হয়েছে। আর মুরীদ পীরের সাথে সম্পর্ক করেছিল আল্লাহকে পাওয়ার জন্য যা মধুর সাথে তুল্য। তাই মুরীদ মধুতে ডুবানো পীরের হাত চেটেছে।

(আল-এফযাতুল য়্যাওমিয়্যাহ খণ্ড-৩, পৃষ্ঠা- ৪৯)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!