পিতার হাতে সন্তানের মওতের আসবাব

জংগ শহরের রেল স্টেশনের নিকটবর্তী এক বসতি ছিল । সেখানকার এক ব্যক্তি ফজরের আযানের সময় তার মহিষকে চারণভূমিতে রেখে আসার জন্য রওনা করল । চলতে পথে মহিষ গোবর ত্যাগ করছিল । হঠাৎ একটি সাপ মহিষের পায়ের নিচে পড়ে দু’টুকরো হয়ে গেল । এক অংশ গোবরে চাপা পড়ে রইল এর বাকি অংশ মাথা থেকে আলাদা হয়ে ছটফট করছিল । লোকটি হাতের লাঠি দ্বারা পিটিয়ে সাপটিকে মেরে ফেলল ।

দুপুর বেলাই পুনরায় লোকটি যখন ফিরে আসছিল তখন রাস্থায় দেখতে পেল, সাপের মাথাটা রোদে পড়ে আছে । এ দৃশ্যটা বাড়ির লোকদের দেখানোর জন্য মৃত সাপের মাথা উঠিয়ে নিয়ে গেল । এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সাপের মাথা দেখার জন্য ছুটে এল । লোকটির একমাত্র শিশু সন্তান দৌড়ে এসে সাপের মুখে আঙ্গুল দিয়ে বলল, আব্বু এটা কি ? সাপের মুখে আঙ্গুল রাখার সাথে সাথে সাপের বিষ শিশুটির সমস্ত শরীরে ছড়িয়ে গেলে সে মৃত্যুর কলে ঢলে পড়ল । পিতার কি আর তা জানা ছিল যে, নিজহাতে সন্তান মওতের সামানা (উপকরন) ঘরে নিয়ে যাচ্ছে ।

Type a message here

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!