পিতার হাতে সন্তানের মওতের আসবাব

জংগ শহরের রেল স্টেশনের নিকটবর্তী এক বসতি ছিল । সেখানকার এক ব্যক্তি ফজরের আযানের সময় তার মহিষকে চারণভূমিতে রেখে আসার জন্য রওনা করল । চলতে পথে মহিষ গোবর ত্যাগ করছিল । হঠাৎ একটি সাপ মহিষের পায়ের নিচে পড়ে দু’টুকরো হয়ে গেল । এক অংশ গোবরে চাপা পড়ে রইল এর বাকি অংশ মাথা থেকে আলাদা হয়ে ছটফট করছিল । লোকটি হাতের লাঠি দ্বারা পিটিয়ে সাপটিকে মেরে ফেলল ।

দুপুর বেলাই পুনরায় লোকটি যখন ফিরে আসছিল তখন রাস্থায় দেখতে পেল, সাপের মাথাটা রোদে পড়ে আছে । এ দৃশ্যটা বাড়ির লোকদের দেখানোর জন্য মৃত সাপের মাথা উঠিয়ে নিয়ে গেল । এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সাপের মাথা দেখার জন্য ছুটে এল । লোকটির একমাত্র শিশু সন্তান দৌড়ে এসে সাপের মুখে আঙ্গুল দিয়ে বলল, আব্বু এটা কি ? সাপের মুখে আঙ্গুল রাখার সাথে সাথে সাপের বিষ শিশুটির সমস্ত শরীরে ছড়িয়ে গেলে সে মৃত্যুর কলে ঢলে পড়ল । পিতার কি আর তা জানা ছিল যে, নিজহাতে সন্তান মওতের সামানা (উপকরন) ঘরে নিয়ে যাচ্ছে ।

Type a message here

You may also like...

দুঃখিত, কপি করবেন না।