পর্দা মেয়েদের সৌন্দর্য কমায় না বরং বাড়ায় !

মেয়ে ঝকঝকে নতুন একটা iPhone কিনলো। শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রটেকটর এবং সুন্দর একটা কাভারও কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো, এরপর তাদের মধ্যে কী কথোপকথন হল পড়ুনঃ

বাবাঃ খুব সুন্দর মোবাইল এটি। কত দিয়ে কিনলে?
মেয়েঃ এই তো ৫০,০০০ টাকা দিয়ে ফোন, ১২০০ টাকা দিয়ে কাভার আর ২০০ টাকা দিয়ে স্ক্রিন প্রটেকটর।

বাবাঃ আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রটেকটরটি কিনলে? তুমি তো চাইলে আরো ১৪০০ টাকা সেইভ করতে পারতে!
মেয়েঃ বাবা, আমি ৫০,০০০ টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য ১৪০০ টাকা খরচ করতে পারব না? আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে।

বাবাঃ এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি?
মেয়েঃ না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রটেকটর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না।

বাবাঃ এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না?
মেয়েঃ না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে।

এবার বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, “আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে ৫০,০০০ টাকা খরচ করলে এবং আরো ১৪০০ টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান কর, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কী করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে।“

উটকো লোক-গোপাল ভাঁড়

ইউনুস (আঃ) কেন মাছের পেটে গেলেন.???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *