আজকাল নতুন নতুন অনেক মুজতাহেদ সৃষ্টি হচ্ছে। তথাকথিত কেয়াস এর শ্লোগান দিয়ে এরা মানুষের পরকাল ধ্বংস করছে। মানুষের বুঝা জিনিসকে এরা নতুন করে বুঝতে চেষ্টা করছে। নিজেদের ভুল-ক্রুটি নিজেদের মধ্যে না দেখে পবিত্র শরীয়তের মধ্যে দেখে। শরীয়তের সুস্পষ্ট নির্দেশকে কাট-ছাট করায় চেষ্টায় লিপ্ত আছে।
এক হাবশী রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। রাস্তার পাশে একটা আয়না পড়ে ছিল। আয়নাটি হাতে নিয়ে আয়নার দিকে তাকালো। নিজের চেহারাটি আয়নায় দেখতে পেলো। হাবশীদের চেহারা অত্যন্ত কালো বিশ্রী হয়ে থাকে। মোটা মোটা ঠোঁট দেখে সে চিৎকার করে উঠলো, কমবখত তোর মত বদছুরত লোক আর হয় না। আয়নাটি দূরে ছুড়ে ফেলে দিল। যদি এত বিশ্রী না হতিস তবে কি কেউ তোকে এখানে ফেলে রাখে।
এখন বলুন দেখি আয়নাটি বিশ্রী ছিল না সে নিজেই কুৎসিত ছিল। সুতরাং লোকটি যেমন পরিষ্কার আয়নার মধ্যে খুঁত দেখতে পেয়েছ তেমনি নতুন মুজতাহিদরা শরীয়তের মধ্যে খুঁত দেখতে পায়।
(আল-এফাযাতুল য়্যাওমিয়্যাহ)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।