নেশাখোর ইঁদুর

জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল, এক ইঁদুর এসে বলেঃ
“ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস দেখ জঙ্গল কত
সুন্দর”
চিতা ইদুরের সাথে যেতে লাগলো;
সামনে হাতি ড্রাগ নিচ্ছিল ইঁদুর হাতিকেও একই কথা বললএর পর
হাতিও ওদের সাথে চলতে শুরু করলো। কিছুদুর পর
এগিয়ে তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে ।
ইঁদুর তাকেও একই কথা বলার সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস
রেখে ইদুরকে দিল কষাইয়া এক থাপড়!! হাতি তো অবাক!
“বেচারাকে মারলা কেন??”
বাঘঃএই শালা কালকেও গাঁজা খাইয়া আমারে জঙ্গলে ৩
ঘণ্টা ঘুরাইছিল !!!

–সংগৃহীত

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!