একবার একটা হরিনকে দখল নিয়ে একটা ভালুক ও এক সিংহের মধ্যে লড়াই বাঁধে। লড়াই করতে করতে দু জনেই জখম হয়ে পড়ল এমনকি তাদের নড়বার শক্তি পর্যন্ত রইল না, মৃতপ্রায় হয়ে তারা সেখানেই পড়ে রইল।
এক খেঁকশিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল ,যেতে যেতে এই দুই মহাবীরের এই অবস্থা দেখে এবং একটা হরিন দুজনের মাঝখানে পড়ে আছে। ভালুক আর সিংহের অবস্থা দেখে সে মরা হরিনটাকে কামড়ে ধরে সেটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেলো।
উত্থান শক্তি হীন সিংহ আর ভালুক তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল – দেখভাগ্য আর কাকে বলে? হরিনটার জন্য আমরা লড়াই করে মরলাম, আর কিছু না করে পেয়ে গেল সেটা একটা বজ্জাত খ্যাঁকশিয়াল । আমরা সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিলেই ভালো হোত।
নীতিকথা ঃ নিজেদের মধ্যে গন্ডগোলে অপরের সুবিধা হয়।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।