নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা

একদা এক ভেড়ার বাচ্চা ছিল।সে এক দিন পাহাড়ি নদীতে জল খাচ্ছিলো। দূর থেকে তাকে এক নেকড়ে বাঘ দেখতে পেল।
নাদুস-নুদুস ভেড়ার বাচ্চাটিকে দেখে নেকড়ের জিব দিয়ে জল পড়তে লাগlলো।কিন্তু লোভ হলে কি হবে,

ভেড়ার বাচ্চা টাকে ধরতে হলে একটা অজুহাত তো থাকা চাই।মনে মনে একটা ফন্দি আঁটল নেকড়ে!হ্যাঁ একটা অজুহাত তাহার

মাথায় চট,করে এসে গেল।

নেকড়ে থখন ভেড়ার বাচ্চা টি কে ডেকে বলল-এই তুই আমার জল ঘোলা করছিস কেন?
ভেড়ার বাচ্চাতি বললো-বারে!আমি তো শুধু নদীতে মুখ লাগিয়ে জল খচ্ছি,তাছাড়া আপনি রয়েছেন নদীর

ওপারে আর আমি রয়েছি ভাটিতে।এতে আপনার খাবার জল ঘোলা হবে কেমন করে?নেকড়ে বললো ওঃতাই বুঝি!

তুই গত বছর আমার বাবাকে গালি করেছিল কেন?তাই বল?ভেড়ার বাচ্চা টি বলল একি বলছেন আপনি! আমার বয়স তো মাত্র ছয় মাস।

গেল বছর তো আমার জন্মই-ই নি! নেকড়ে তখন মুখ খিঁচিয়ে বললো জন্ম হয়নি!আবার বড় দের মুখে মুখে তর্ক করা!

খুব ডোপো হয়ে গেছিস,তাই না! তা ওসব কথা ভুলছিনা আমি, তোকে আমি খাবোই। এই বলে নেকড়ে

ভেড়ার বাচ্চার উপর লাফিয়ে পড়ে কচমচ করে কচি মাংস চিবিয়ে খেতে লাগল।

উপদেশ: দুষ্টু লোকের অজুহাতের অভাব হয় না !!

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!