নেকড়ের উপদেশ

নেকড়েরা একদিন কুকুরদের কাছে এসে বলল, “ভাইয়েরা, তোমাদের একটা কথা বলি: তোমাদের আর আমাদের চেহারা একেবারে অবিকল, তাহলে এসো, আমরা সব একসঙ্গে মিলেমিশে ভাইয়ের মত থাকি। তোমাদের আর আমাদের মাঝে ফারাক নেই। — যে ফারাকটুকু আছে, তা কেবল জীবযাত্রার। আমরা স্বাধীন জীবন যাপন করি, আর তোমরা ক্রীতদাসের মতো মানুষের সঙ্গে সঙ্গে ঘুরছ, তাদের পায়ে পড়ে থাকছ। তারা তোমাদের গলায় বেড়ি পরিয়ে দিয়ে তোমাদের দিয়ে তাদের ভেড়ার পাল পাহারা দেওয়ায়। তাদের খাওয়ার শেষে মাংসের যে হাড়গুলো পড়ে থাকে, সেগুলো তাচ্ছিল্যভরে তোমাদের দিকে ছুঁড়ে দেয়। এটাই তোমাদের জীবন।

শোন ভাই সব, আমরা তোমাদের ভালো পরামর্শ দিচ্ছি: তোমাদের পাহারায় যে ভেড়াগুলো আছে, সেগুলো আমাদের হাতে ছেড়ে দাও, তারপর আমরা সেগুলো নিশ্চিন্তে খুব মজার করে খাই।”

নেকড়েদের কথায় কুকুরগুলো রাজী হয়ে গেল। কিন্তু ভেড়ার খোঁয়ারের মাঝে ঢুকেই প্রথমেই শেষ করল কুকুরগুলোকে। এবার নিশ্চিন্তে ভেড়াগুলো খাওয়া যাবে।

উপদেশ: দেশের প্রতি হোক বা মনিবের প্রতি—বিশ্বাসঘাতকতা পরিণামে ভয়াবহ হয়।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!