নিরক্ষর ব্যাক্তির আরবী ভাষায় কথা বলা
কয়েক বছর আগে আমি একজন পঙ্গু রোগী দেখতে গিয়েছিলাম। রোগীর অবস্থা ছিল খুব খারাপ। মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে। যাই হোক, আমি তাঁকে পরিক্ষা করলাম। মাতৃভাষা উর্দুতে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু রোগী কোন জবাব দিল না। আমি আরবী ভাষায় তাঁকে মুখ খুলতে বললাম, সে মুখ খুললো।
আরবী ভাষায় চোখ খুলতে বললাম, সে চোখ খুললো। কিছুক্ষণ পর রোগী মৃত্যুবরণ করলো। রোগীর আত্নীয়স্বজন জানালো, সে তো সম্পূর্ণ নিরক্ষর। আরবী দূরে থাক সে তো উর্দূতে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। আলেমদের নিকট শুনেছি, বরযখ এবং আখিরাতের ভাষা হবে আরবী। কবরে আরবী ভাষায় সওয়াল জওয়াব হবে। সম্ভবত সেটাই মহান আল্লাহ্ তাঁর কুদরতের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন।