নায়েদ বাগদাদীর কেরামত

হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ)-এর খেদমতে এক ব্যক্তি এসে দশ বছর অবস্থান করলো। দশ বছর পর সে বললো, “হুজুর! এতকাল থেকে আপনার খেদমতে আছি কিন্তু আপনার কোন কেরামত দেখলাম না।”
লোকটি ছিল নির্বোধ। তা না হলে এতকাল পর্যন্ত তার খেদমতে থাকা স্বত্ত্বেও তার কামআলাত কিছু চোখে পড়লো না কেন? তার কামআলাতের সামনে কেরামতের কী-ই বা মূল্য যে কেরামত দেখতে হবে?

হযরত জুনায়েদ (রহঃ) আবেগে ভরে উঠলেন। তিনি বললেন, “হে বৎস! এ দশ বছরে তুমি কি সুন্নতের বিরুদ্ধে আমার কোন কাজ করতে দেখেছো?”
লোকটি বললো, “হুজুর! সুন্নতের খেলাফকন কাজ তো আজ পর্যন্ত আমি আপনাকে করতে দেখিনি!”

জুনায়েদ বাগদাদী (রহঃ) বললেন, “তবে এর চেয়ে বড় কেরামত আর কী দেখতে চাও? দশ বছর সুন্নত বিরোধী কোন কাজ না হওয়াতেই তো বড় কেরামত।”

একথা শুনে লোকটির চোখ খুলে গেল। সে আর কখনও জুনায়েদ বাগদাদীর কেরামত দেখতে চায়নি।
(ইলম ও অমর, পৃষ্ঠা-২৫০)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!