নবুয়্যতের সূর্য অস্তমিত হবার পূর্বাভাস
হযরত মুহাম্মাদ (সাঃ) হিজরী দশম সনে হজ্জ করার জন্য মক্কা শরীফে তশরীফ আনেন। হযরত মুহাম্মাদ (সাঃ) – এর জীবনের শেষ হজ্জ ছিল এটাই। হযরত মুহাম্মাদ (সাঃ) – এর সঙ্গে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ছিলেন।
হযরত মুহাম্মাদ (সাঃ) হজ্জ পালনের শেষে জনগণকে লক্ষ্য করে বললেন, “হে আমার উম্মতগণ! মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজের কোন একজন বান্দাকে এ পৃথিবী এবং আখিরাতের দুটির মাঝে কোন একটাকে পছন্দ করার জন্য আদেশ দিয়েছেন, আর আল্লাহর সে বান্দা এ পৃথিবীকে বাদ দিয়ে আখিরাতকে পছন্দ করেছে।”
হযরত মুহাম্মাদ (সাঃ) – এর ভাষণ শুনে হযরত আবু বকর (রাঃ) মনে ভীষণ কষ্ট পেলেন এবং তিনি তাঁর এ কথাটি শুনামাত্রই কাঁদতে লাগলেন। এতে অন্য সব লোকেরা আশ্চর্য হয়ে বললেন যে, এখানে কান্নার কোন কারন তো আমরা দেখতে পাচ্ছি না। আসলে তাঁরা বুঝতে পারেনি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর এ ভাষণের দ্বারা বুঝিয়েছেন যে তিনি হয়তো বা এ পৃথিবীতে আর বেশি দিন নেই।