হযরত মুহাম্মাদ (সাঃ) হিজরী দশম সনে হজ্জ করার জন্য মক্কা শরীফে তশরীফ আনেন। হযরত মুহাম্মাদ (সাঃ) – এর জীবনের শেষ হজ্জ ছিল এটাই। হযরত মুহাম্মাদ (সাঃ) – এর সঙ্গে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ছিলেন।
হযরত মুহাম্মাদ (সাঃ) হজ্জ পালনের শেষে জনগণকে লক্ষ্য করে বললেন, “হে আমার উম্মতগণ! মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজের কোন একজন বান্দাকে এ পৃথিবী এবং আখিরাতের দুটির মাঝে কোন একটাকে পছন্দ করার জন্য আদেশ দিয়েছেন, আর আল্লাহর সে বান্দা এ পৃথিবীকে বাদ দিয়ে আখিরাতকে পছন্দ করেছে।”
হযরত মুহাম্মাদ (সাঃ) – এর ভাষণ শুনে হযরত আবু বকর (রাঃ) মনে ভীষণ কষ্ট পেলেন এবং তিনি তাঁর এ কথাটি শুনামাত্রই কাঁদতে লাগলেন। এতে অন্য সব লোকেরা আশ্চর্য হয়ে বললেন যে, এখানে কান্নার কোন কারন তো আমরা দেখতে পাচ্ছি না। আসলে তাঁরা বুঝতে পারেনি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁর এ ভাষণের দ্বারা বুঝিয়েছেন যে তিনি হয়তো বা এ পৃথিবীতে আর বেশি দিন নেই।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।