নবীর জন্মের তথ্যঃ এক ইহুদী থেকে

হযরত আয়েশা (রাঃ) বলেন, এক ইহুদী মক্কায় বসবাস করে। যে রাতে রাসূল (সাঃ) জন্মগ্রহণ করেছেন, সে রাতে সে মানুষের নিকট খোঁজ নিয়েছিল যে, কোন শিশু জন্মগ্রহণ করেছে কি না? লোকেরা তাকে জানাল, এমন কোন সংবাদ তাদের জানা নেই। সে বলল, তোমরা সন্ধান করে দেখ। কারণ, এ রাতে অবশ্যই এ উম্মতের নবী জন্মগ্রহণ করেছেন। তাঁর দু কাঁধের মাঝখানে (নবুওয়তের) একটি চিহ্নও রয়েছে। দুরাত পর্যন্ত তিনি মুখে দুধ গ্রহণ করেননি। কারণ এক দুষ্ট জ্বীন তার মুখে হাত রেখে দিয়েছে। (এটা মিথ্যা কথা)

ইহুদী কর্তৃক উপোরক্ত তথ্য দানের পর সন্ধান নিয়ে জানা গেল যে, আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের গৃহে একটি শিশু জন্মগ্রহণ করেছে। অতঃপর ঐ ইহুদীকে সদ্য প্রসূত শিশুটিকে দেখানো হলে সে তার দেহে (নবুওয়তের) চিহ্নটি দেখামাত্র অজ্ঞান হয়ে পড়ে গেল। পরে জ্ঞান ফিরে পেলে সে আক্ষেপ করে বলল, হায়! বনী ইসরাঈল হতে নবুয়ত চলে গেল। হে কুরাইশ সম্প্রদায়! মনে রেখো, সে তোমাদের উপর এমন আক্রমণ পরিচালনা করবে, যার সংবাদ পূর্ব হতে পশ্চিমে ছড়িয়ে পড়বে। (বায়হাকী)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।