নাসিরুদ্দিন তার পুরনো বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে খুব খুশি।বন্ধু,চল পাড়া বেড়িয়ে আসি।
লোকজনের সাথে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাক চলবে না,বললে জামাল সাহেব।নাসিরুদ্দিন
তাকে একটি বাহারের পোশাক ধার দিলে।প্রথম বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন গৃহকর্তাকে বললে,ইনি হলেন আমার বিশিষ্ট
বন্ধু জামাল সাহেব।এর পোশাক টা আসলে আমার।সেখা সেরে বাইরে বেরিয়ে এসে বিরক্ত হলেন জামাল সাহেব।বললেন,
তোমার কেমনতরো আক্কেল হে!পোশাক যে তোমার তা না বললে চলত না।পরের বাড়িতে গিয়ে নাছিরউদ্দিন বললে,জামাল সাহেব
আমার পুরনো বন্ধু।ইনি যে পোশাক টা পরে আছেন সেটা কিন্তু ওনার।জামাল সাহেব আমার খাপ্পা।বাইরে বেরিয়ে এসে বললেন,মিথ্যা
কথা কে বলতে বলেছে তোমার?কেন?বললে নাসিরুদ্দিন,তুমি যেমন চাইলে তেমনি তো বললাম।না,বললেন জামাল সাহেব,পোশকের
কথাটা না বললে ভাল।
তিন নম্বর বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন বললে,আমার পুরনো বন্ধু জামাল সাহেবর সাথে আলাপ করে দিই।ইনি যে পোশাক টা পরেছেন
সেটার কথা অবিশ্যি না বলাই ভাল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।