“দ্য গোল্ডেন এ্যাপল”

অস্থির ভাবে পায়চারী করছে দেবতা জিউস। আসন্ন ভবিষ্যতের কথা চিন্তা করে সে যারপরনাই উত্তেজিত। এবার আর কোন সমস্যাই হবেনা। নিশ্চয়ই তিনি কাউকে ঠকাবেন না। সবাই তার নিজ নিজ প্রাপ্যধিকার বুঝে নিবে। কারো দিকেই তিনি পক্ষপাত না করে, সুন্দরী নির্ধারনের দায়িত্ব তিনি ট্রোজান বীর প্যারিসকে দিয়ে দেন।

দেবতা জিউস একদা জমজমাট সাজ-সজ্জায় অলিম্পাস পর্বতে এক বিয়ের অনুষ্টানের আয়োজন করেন। মহাবীর প্যালেয়াসের সাথে জলদেবী থেতিস এর বিয়ে। সে বিয়েতে সব দেব দেবীদের দাওয়াত দেয়া হয়। শুধু কলহ, মতভেদের দেবী এরিসকে বাদ দিয়ে। এরিস এতে খুবই রেগে যায়। ক্রোধের বশবর্তী হয়ে সে অনুষ্ঠানের দিন হেসপেরিদাসের বাগান থেকে একটি সোনালী আপেল নিয়ে অনুষ্ঠানের মাঝে ছুড়ে মারে, যেটার গায়ে লেখা ছিলো ”καλλίστῃ” অর্থাৎ ”সবচেয়ে সুন্দরীর জন্য”। সুন্দরীর প্রশ্ন যখন উঠেছে তখন তিনজন দেবী ”হেরা” ”এ্যাথেনা” ও
”এ্যাফ্রোদিত” জিউসের কাছে সে আপেলটি দাবি করে। দেবতা জিউস দ্বিধাদন্ডে পড়ে যায়। তাই তিনি এ সিদ্ধান্তে উপনীত হয়। হেসপেরিদাস বাগান হল আটলাসের কন্যা হেরার বাগান। একশ মাথাওয়ালা লাদন নামের ড্রাগন ছিল যার বিনিদ্র প্রহরী। গোল্ডেন আপেল ছিল অমরত্ব লাভের এক উত্তম উপায়!

নির্ধারিত দিনে তিন দেবী হেরা, এ্যাথেনা ও এ্যাফ্রোদিত আইদা ধরনায় স্নান করে বিবস্ত্র হয়ে আইদা পর্বতে প্যারিসের সামনে এসে দাঁড়ায়। তিন জন এতই সুন্দরী ছিলো যে প্যারিস কাউকেই নির্বাচন করতে পারে না।
তখন তারা তিনজনেই প্যারিসকে তাদের যৌবনের লোভ দেখিয়ে তাদের বিজয়ী করতে বলে। হেরা প্যারিসকে ইউরোপ ও এশিয়ার রাজা বানানোর কথা বলে, এ্যাথেনা তাকে সর্বাধিক জ্ঞান ও যুদ্ধকৌশল শেখানোর প্রস্তাব দেয়, আর এ্যাফ্রোদিত তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে পাইয়ে দেওয়ার লোভ দেখায়। যে কিনা ছিলো স্পার্টার রাণী, রাজা ম্যালেনাউস এর স্ত্রী হেলেন। প্যারিস এ্যাফ্রোদিতের উপহার গ্রহন করে, তকে সোনার আপেল টি দিয়ে দেয়। প্রকৃতপক্ষে সবচেয়ে সুন্দরী ছিলো হেরা। পরবর্তীতে হেলেনকে নিয়ে যাওয়ার জন্যই গ্রীকরা ট্রয় আক্রমন করে, শুরু হয় ট্রোজান যুদ্ধের, ধ্বংস হয় ট্রয় নগরী।

(সমাপ্ত)

খুলশী, চট্টগ্রাম থেকে
পাঠিয়েছেনঃ মোঃ জাহিদুল ইসলাম

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!