দ্যা মোর হাউস

দ্যা মোর হাউস নামে পরিচিত এই বাড়িতে ১৯১২ সালে একসাথে ৮ জন মানুষকে খুন করা হয় । খুন করার পদ্ধতিটাও ছিলো ভয়ানক । প্রত্যেকের মাথায় একটি করে axe বা কুঠার ঢুকিয়ে দেয়া হয় । নিহতদের মধ্যে ছিলো জসিয়াহ বি মোর, তার স্ত্রী সারা, তাদের সন্তান হারমান, কেথেরিন, ভয়েড এবং পল । আরো ছিলো তাদের বাসায় বেড়াতে আসা দুইজন মেহমান । এরপর থেকে এই বাড়িতে নানারকম প্যারানরমাল ব্যাপার ঘটার নোটিশ পাওয়া গেছে । বেশিরভ

াগ মানুষের কথা অনুযায়ী ভূতুড়ে ব্যাপারগুলো হলোঃ

বাড়িটি থেকে রাতের বেলা বাচ্চাদের আওয়াজ পাওয়া যায় । কারা যেন রাতের বেলা বাড়ি জুরে দৌড়ে বেড়ায় ।

বাড়ির ভেতর থেকে গভীর রাতে ট্রেন যাওয়ার মতো আওয়াজ পাওয়া যায় । যদিও বাড়িটি রেল লাইন থেকে বহু বহু দূরে ।

ধারণা করা হয়, খুনি যখন সেই ৮ জন মানুষকে মেরেছিলো তখন তাদের মরণ চিৎকার ঢাকার জন্য খুনি কোনোভাবে ট্রেনের শব্দ তৈরি করেছিলো । সেইসময় মিঃ মোরের সন্তানরা ছোট ছিলো তাই হয়তো বাড়িতে পাওয়া যাওয়া সেই বাচ্চাদের দৌড়ানর আওয়াজ তাদের পায়ের হতে পারে । অতৃপ্ত আত্মা, যা আটকা পড়ে আছে এখনো সেই বাড়িতে ।

খুনি কে ছিলো সেই সম্পর্কে আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায় নি ।

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!