দৈত্য ও পিঠা

নুরু খুব পিঠা খেতে পছন্দ করে। নুরুর মা ওকে মাঝেমধ্যে যতটা সম্ভব পিঠা তৈরি করে খাওয়ায়। কিন্তু এর পরিমাণ এতই কম যে নুরুর মন ভরে না। নুরু তাই বারবার মাকে পিঠা বানাতে বলে। কিন্তু নুরুকে প্রতিদিন পিঠা তৈরি করে দেওয়ার সাধ্য ছিল না ওর মায়ের। পিঠা তৈরি করতে কত কী লাগে! চালের গুঁড়ো, গুড়, নারকেল, তেল ইত্যাদি। এসব জোগাড় করার সাধ্য নুরুর মায়ের নেই। কিন্তু চেষ্টা করে।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!