দেশ বিদেশের ভুত

একটা গল্প ছিল যে একটা লোক বর্ষার সন্ধ্যায় একটা মাছ কিনে বাড়ি ফিরছিল।পথে একটা ভুত তাঁর পিছু নেয়।সামনে বলতে থাকে,“দেঁ না খাঁই,দেঁ না খাঁই,দেঁ না খাঁই দেঁ না……।লোকটা বাড়ি পৌছালে তাঁর গিন্নিকে মাছটা দিয়ে দিয়েছে।গিন্নি যখন রাঁধছে, মাছ তখন রন্নাঘরের ছাদের চিমনি দিয়ে গলগল করে বেরোনো ধোঁয়ায় মাছের গন্ধ পেয়ে ভুতটা চিমনি দিয়ে গেলে মাছ নিয়ে পালানোর চেষ্টা করে।গিন্নি বলেন,“ওরে তুই নর্দমা দিয়ে হাত টা বাড়া দিচ্ছি তোকে গরম মাছ ভাজা।.”ভুত মহা মহাণন্দে যেই হাত বাড়িয়েছে অমনি গিন্নি ভুতের হাতের চেটেতে গরম ভাতের ফ্যান ঢেলে দিয়েছে।বেশ ভুতও অমনি কাঁই কাঁই করে চেঁচাতে চেঁচাতে পাঁই পাঁই দৌড়য়ে পগাড় পার। এই ভুত টা মেছ ভুত।মাছ খেতে ভালো বাসে।থাকে পুকুর বাঁ ঝিলের ধারে। মাছ ধরে খাবে বলে। তবে এরা মাছচুরিও করে জেলেদের নৌকা থেকে,কিনবা গেরস্তের রান্নাঘর থেকে।গল্পে যেমন বাজার ফেরত লোকটার পিছু নিয়েছিল সে রকম পিছু নিয়ে অনেক সময় মাছ কেঁড়ে নেয় ভয় দেখিয়ে বাঁ আক্রমন করে।আক্রমণের জন্য বেঁচে নেয় ঝিলের ধাঁর বা বাশ ঝাড়।
ইয়েলে রোমানিয়ার ভুত।এরা মেয়ে ভুত।ঝর্নায় চান করে।ঘাস জমিতে বাঁ গাছের মগডালে নাচে।নাচের সময় আদুর গা ঢাকে লম্বা চুলে।
কখনো কখনো লহার সেকল বোনা ওভারকোট ও পরে নাচার সময়।তবে নাচার সময় এদের কেউ দেখে ফেললে বাঁ এদের চান করার ঝর্ণাতে অন্য কেউ চান করলে বাঁ নাচের জায়গায় অন্য কেউ তাদের কাজে ব্যাবহার এরা ভয়ানক ক্ষেপে যায়।
তখন তারা প্রতিশোধ নেয়।তারা নাচতে নাচতে আক্রমন করে আর পাগলের মতো ক্ষপে গিয়ে আক্রান্ত ব্যক্তি ঘুরতে থাকে।তারপর মারা যায়।তখন মনে হয় তারা যেন আগুনে দগ্ধে মরে গেছে।যেখানে এরা নাচে সে ঘাস জমিটা পুড়ে যায়।সেখানে ঘাস গজালে তা বাদামী রঙের হয় যেন জ্বলে গেছে।যে গাছে মগডালে নাচে এরা,সে গাছও পুড়ে জায়,সে ঘাস বা গাছের ফল খেলে জিবজন্তুও মরে যায়।এদের থেকে বাচার উপায় হলো কোনরকমে রসুন বেঁধে রাখা।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!