দুজন ফেরেস্তার দেখা হল, আঁকাশ থেকে পৃথিবীতে নামার সময় । দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিলেন, ১ম ফেরেস্তা ২য় ফেরেস্তাকে প্রশ্ন করলেন, “তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ?” জবাবে ২য় ফেরেস্তা বললেন, “এক ব্যাক্তি মৃত্যু শয্যায় শায়িত, তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে । আমার উপর নির্দেশ হয়েছে, আমি যেন ঐ ব্যাক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই ।
কেননা লোকটি ছিল ঈমানদার, এই সামান্যআশাটি পূরণ না করেই আল্লাহ তাকে জান্নাত দিতে চান । ” এবার ২য় ফেরেস্তা, ১ম ফেরেস্তাকে বললেন, “আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন?” ১ম ফেরেস্তা জবাবে বললেন, “এক ব্যাক্তি মরণের বিছানায় শায়িত, আমার উপর নির্দেশ হয়েছে, ঐ ব্যাক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার, আমি যেন তার আত্নীয় হয়ে উনাকে রুইমাছ খাওয়াই ।
কেননা, ঐ ব্যাক্তি বেঈমান তথা শিরককারী, ঐ ব্যাক্তিটির এই ইচ্ছা পূরণ হলে, তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে| আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী করতে চান।”
শিক্ষাঃ ১। সুতরাং কখনও যদি আমাদের কোন চাওয়া পাওয়া পূরণ না হয়, তার জন্য আমরা যেন নিরাশ না হই । কোন চাওয়া পূরণ না হলেও, এর বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন ।
গল্পটি পাঠিয়েছেন —
নকীব মুহাম্মাদ হাবীবুল্লাহ
মিরপুর, ঢাকা থেকে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।