দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -৩য় পর্ব

দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন

ইস্রাফিল (আঃ) জুলকরনাইনের কথা শুনে বললেন, তোমার জন্য হায়াতের লিপ্সা না করা উত্তম। দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ তা’য়ালার অধিক নৈকট্য লাভ করতে সক্ষম হয় নি। অতএব সোজা নিজ গৃহে ফিরে গিয়ে আল্লাহর প্রদত্ত হায়াতের শোকর আদায় কর। মনে রেখ, এ সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে। একথা বলে এক টুকরা পাথর তাকে দিলেন এবং বললেন, এ পাথর দ্বারা আমার কথা পরীক্ষা কর। জুলকরনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওয়ানা করলেন। পথিমধ্যে ঘোড়ার পায়ের আঘাতে মাটি উজ্জ্বল বর্ণ ধারণ করেছে দেখে বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিম উত্তর দিলেন ওটা মাটি নয়। ওখানে মুক্তা, জহর, ইয়াকুত ও ফিরোজা নামক মহা মূল্যবান পাথরের স্তুপ।

আপনার প্রয়োজন হলে নিতে পারেন। তখন জুলকরনাইন সেখান থকে কিছু পাথর নিয়ে নিলেন। দীর্ঘ সময় পরে তাঁরা আঁধার ছেড়ে আলর দেশে এসে পৌঁছালেন। তখন দেখলেন, পথের কুরান পাথরগুল বাস্তবিকি অমূল্য পাথর। আর হজরত ইস্রাফিলের দেয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতি সাদা পাথর। এ পাথর সম্বন্ধে জুলকরনাইন লোকমান হাকিমের   নিকট জিজ্ঞাস করলেন, এটা তাঁকে দেওয়ার কারন কি? লোকমান বললেন, এ পাথর প্রদানের উদ্দেশ্য আপনাকে পৃথিবীর সবকিছুর লোভ পরিত্যাগ করার শিক্ষা প্রদান করা। আপনি এ পাথর পাল্লায় দিয়ে মেপে দেখুন।  পৃথিবীর কোন কিছুর ওজন পাবেন না। একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে ওজনটা সঠিক ভাবে পাবেন। এর অর্থ হল পৃথিবীর সব কিছুর মূল্য, মান ও বাস্তবতা অসাড় এবং মাটির বাস্তবতা সঠিক। অতএব মানুষের মাটির শরীর মাটিতেই তাঁর যথাযোগ্য আবাসস্থল। অট্টালিকা, প্রাসাদ, উত্তম খাট পালঙ্ক প্রকৃত আবাসস্থল নয়। অতএব সে মাটিতে চির অবস্থান নিবার জন্য প্রত্যেকের তৈরি হওয়া প্রয়োজন।

সূত্রঃ কুরআনের শ্রেষ্ঠ কাহিনী

দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -৪র্থ পর্ব পড়তে এখানে ক্লিক করুন

দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -২য় পর্ব

দীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা -৪র্থ পর্ব