দাড়িবিহীন লাশকে বিচ্ছু দংশন করছিল

আফগানিস্তানের দুইজন লোক পেশোয়ার থেকে আফগানিস্তান যাচ্ছিল। তাদের একজন ট্রাক চালাচ্ছিল, অন্যজন ছিল ট্রাকের আরোহী। পথে দুর্ঘটনায় ট্রাকটি বিধ্বস্ত হয় এবং ওরা দুইজন মারা যায়। অচেনা লোক হওয়ায় স্থানীয় জনগণ রাস্তার পাশে দুই জনের লাশ দুটি কবরে দাফন করেন।

কিছু দিন পর দুই আফগানের আত্মীয়-স্বজন খুঁজতে খুঁজতে বিধ্বস্ত ট্রাক দেখে ট্রাকের আরোহীদের খবর জানতে চায়। তাদের জানানো হয়, ট্রাক দুর্ঘটনা কবলিত হওয়ায় তাঁরা মারা গেছে এবং তাদেরকে এখানেই দাফন করা হয়েছে। দুইজন আফগানের আত্মীয়-স্বজন তাদের লাশটি তুলে নিজেদের দেশে নিয়ে যেতে চায়। দুইজনের মধ্যে একজনের মুখে দাড়ি ছিল, অন্য জন ছিল ক্লিনসেভ। কবর খনন করার পর দেখা গেল যার মুখে দাড়ি ছিল তার লাশ অবিকৃত রয়েছে। কিন্তু যার মুখে দাড়ি ছিল না তার চিবুকে একটি বিচ্ছু বারবার দংশন করছিল। ফলে তার লাশ সেই কবরে রেখে দেওয়া হল। যার মুখে দাড়ি ছিল তার লাশ তুলে আফগানিস্তানে তার এলাকায় নিয়ে দাফন করা হল।

সূত্রঃ কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!