দাম নিয়ে ভয়, আর নয় আর নয়!

দাম নিয়ে ভয়, আর নয় আর নয়!

আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে নতুন একটি ব্লগে।গত কয়েকদিন ধরে আমি সিরিজ আকারে আপনাদের জন্য মেকআপের প্রো টিপ্স শেয়ার করেছি। আজকে থেকে আপনাদের সামনে নিয়ে হাজির হবো অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট্সের লিস্ট নিয়ে।সামনের বেশ কয়েকদিন আপনাদের কাছে সিরিজ আকারে কয়েকটি ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো।কাজেই,স্টে টিউন্ড🤎

মেকআপ শুরু করা আপু অর্থাৎ বিগিনার আপুদের সবথেকে কমন একটি প্রবলেম ফেইস করতে হয় মেকআপ প্রোডাক্ট চুজ করতে। কেমন কিনবে,কোথা থেকে কিনবে,আদৌ অথেনটিক হবে কিনা,দাম কম হবে নাকি বেশি হবে-এগুলো নিয়ে হরহামেশা আপুদের অনেক প্রশ্ন থাকেই।
কম দামে অথেনটিক কিছু মেকআপ প্রডাক্ট নিয়ে আজকে আলোচনা করবো, যেগুলো আপনাদের মোটামুটি ভালোই কভারেজ দিবে।
বাংলাদেশে বর্তমানে এভারলি বিউটি (Everly Beauty) এর প্রোডাক্ট বেশ জনপ্রিয় হচ্ছে। অ্যাফোর্ডেবল অর্থাৎ কমদামে মোটামুটি বেশ ভালো কভারেজ দিচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট।দামসহ কিছু প্রোডাক্টের সংক্ষিপ্ত ডিটেইল্স নিচে দেওয়া হলো:
১. ফাউন্ডেশন (Foundation)
Everly Beauties Pure Matte Full Coverage Liquid Foundation with SPF 15++ (30ml)
এটি আপনাকে ম্যাট ফিনিশিং দিবে এবং কিছুটা সান প্রোটেকশন (Sun Protection) কভার করবে। এটির দাম ৫০০-৭০০ এর মধ্যে হয়ে থাকবে দোকানভেদে।
২.কনসিলার (Concealer)
Everly Beauties Pure Matte Full Coverage Concealer & Corrector
৪০০-৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
৩.লিপস্টিক (Lipstick)
*Everly Beauties Amore Matte Liquid Lipstick
এটি লংলাস্ট করে এবং ম্যাট ফিনিশিং ধরে রাখে।৩৫০টাকার মধ্যে পেয়ে যাবেন।
*Everly Beauties Waterproof Matte Liquid Lipstick
এটি মূলত ওয়াটারপ্রুফ (waterproof)। ম্যাট ফিনিশিং দেয়।
*Everly Beauties Liquid Lipstick
এটি বিভিন্ন শেডে পাওয়া যায়। ২৮০-৩০০ এর মধ্যে পেয়ে যাবেন।
*Everly Beauties Matte Me Up Lip Liner Pencil
লিপ লাইনার এই পেন্সিলটি ম্যাট ফিনিশিং দেয়।২৪ ঘন্টা পর্যন্ত থাকে।
২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
৪. আইশ্যাডো
Everly Beauties 12 Colors Glitter Eyeshadow Palatte ; যা ৬০০-৮০০ এর মধ্যে পেয়ে যাবেন।
৫.মেকাপ মিক্সিং লিকুইড(Makeup Mixing Liquid)
*Everly Beauties Durablend Pro Multi Tasking Makeup Mixing Liquid ৫০০-৭০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
৬.সেটিং স্প্রে( Setting Spray):
*Everly Stay FAB Matte Finish Setting Spray(43ml); এটি ৪৫০-৬৫০ এর মধ্যে পেয়ে যাবেন।

কম দামে এই পন্য গুলো পেয়ে যাবেন Focallure BD, Glowify BD, Daraz সহ আরো অনেক অনলাইন এবং অফলাইন শপে।কেনার আগে অবশ্যই অথেনটিসিট যাচাই করে ভয় না পেয়ে প্রোডাক্ট কিনবে।আজকে এতটুকুই🤎আল্লাহ হাফেজ🤎

চতুর শেয়াল

গ্লাস এবং গ্লোইং স্কিনের জন্য সেরামের প্রয়োজনীয়তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *