এক জায়গায়, অনেকগুলি ময়ূরের পালক পড়ে ছিল। এক দাঁড়কাক,সে গুলো দেখে মনে মনে ভাবলো, আমি যদি এই ময়ূরের পালকগুলি আমার পাখায় বসিয়ে দেই তবে আমাকেও ময়ূরের মত সুন্দর দেখাবে। এই ভেবে, দাঁড়কাক ময়ুরের পালকগুলো নিজের পাখায় বসিয়ে দিল। তারপর অন্য দাঁড়কাকদের কিাছে গিয়ে বলল, তোরা অনেক নিচ আর কুশ্রী দেখতে, আমি তোদের সাথে থাকবো না। এই বলে গালাগালি করে তাদের দাঁড়কাকদের কাছে থেকে চলে গিয়ে ময়ূরের দলে যোগ দিল।
ময়ুরের দলে যোগ দেওয়া মাত্র ময়ুররেরা বুঝতে পারলো, দাঁড়কাকটি আসলে ময়ুর না, দাঁড়কাক।তাই ময়ুরেরা সবাই মিলে দাঁড়কাকের শরীর হতে একটি একটি করে পালক খুলে ফেলল।তার দাঁড়কাককে বোকা ভেবে ঠোঁটের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে লাগল। ময়ুরের ঠোকর খেয়ে দাঁড়কাক দেখানে থেকে উড়ে পালিয়ে গেল আর তার পুরো দলে ফিরে আসলো। যখন দাঁড়কাক তার দলে ফিরে আসলো তখন দলের অন্য কাকও তাকে তিরস্কার করে দল থেকে বের করে দিল।
উপদেশঃ যার যা অবস্থা, তা নিয়েই খুশি থাকা ভাল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।