তুলা গুড় এবং এনসেসিয়ান কুকুর
এক লোকের একটি ছেলে ছিল। ছেলেটি বোকা ছিল। সেজন্য পিতা-মাতার চিন্তার অন্ত ছিল না।
মৃত্যুর সময় পিতা ছেলেকে ডেকে বললো, আমার মৃত্যুর পর যারা শোক প্রকাশের জন্যে আমার বাড়িতে আসবে তাদের সঙ্গে নরম এবং মিষ্টি কথা বলবে। উঁচু জায়গায় বসতে দিবে এবং মোটা কাপড় পরে তাদের সঙ্গে দেখা করবে। আর মূল্যবান খাবার খেতে দিবে।
পিতা ভাবলেন, ছেলে যদি এ ওছিয়ত মত চলে তবে কিছুটা সামাজিকতা রক্ষা করতে পারবে এবং ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। পিতা মারা গেল।
মৃত্যুর পর পিতার এক বন্ধু শোক প্রকাশ করতে এসে দরজায় কলিং বেল টিপ দিয়েছ। চাকর দরজা খুলে সুফায় বসতে দেয়।
ছেলেট চাকর কে বলল্, “এখানে নয়। ঘরের ছাদে পানির ট্যাংকি আছে সেখানে বসতে দাও। সুতরাং বেচারা মেহমানকে টেনে ছেঁচড়িয়ে নিয়ে উঁচুতে পানির ট্যাংকের উপর বসানো হল।
তারপর ছেলেটি কার্পেট পরলো এবং গায়ে জাজিম জড়িয়ে মেহমানদের সাথে দেখা করতে গেল।
মেহমান গদ গদ কণ্ঠে তার বন্ধুর কথা জিজ্ঞেস করতে লাগলো। তোমার আব্বার কি অসুখ হয়েছিল?
ছেলেটি বলল, তুলা।
মেহমান আবার জিজ্ঞেস করলেন, তিনি কবে মারা গেছেন?
ছেলেটি বললো, “গুড়”।
বেচারা মেহমান কয়েকবার প্রশ্নের জবাবে যখন তুলা আর গুড় ছাড়া কোন জবাব পেল না তখন চুপ করে রইলেন, ।
কিছুক্ষণ পর চাকর কে বললো, মেহমানকে পানির ট্যাংক থেকে নিচে নামিয়ে আন।
সুতরাং নীচে নামানো হলো এবং খাবার পরিবেশন করা হলো। মেহমান গোশত মুখে দিয়ে ছিড়তে পারলেন না তখন অনিচ্ছা সত্ত্বেও বলে ফেললেন, গোশত সিদ্ধ হয়নি।
ছেলেটি বললো, বলেন কি? আমি আপনার জন্য পাঁচ হাজার টাকা দামের কুকুর জবেহ করেছি অথচ আপনার পছন্দ হলো না।
মেহমান এবার ব্যাকুল হয়ে উঠলো। ছেলেটির কীর্তিকালাপের কারণ জিজ্ঞেস করায় ছেলে বললো, আব্বা আমাকে ওছিয়ত করেছেন যে মৃত্যুর পর তার যে সকল বন্ধু-বান্ধব আমাদের বাড়ি আসবেন তাদেরকে যেন উঁচু জায়গায় বসাই, মোটা কাপড় পরে তাদের সামনে যাই, নরম এবং মিষ্টি কথা বলি এবং দামী খাদ্য আহার করাই। সুতরাং ছাদের উপর যে ট্যাংকি আছে তার চেয়ে উঁচু জায়গা আর আমার বাড়িতে নেই।
তাই আপানকে সেখানেই বসিয়েছি। আর যে পোশাক আমার গায়ে দেখতে পাচ্ছেন তার চেয়ে মোটা কাপড় আমার নেই। আপনার সাথে নরম কথা বলার আদেশ ছিল। তাই দেখলাম তুলার চেয়ে নরম আর কিছুই নেই। আপনার প্রশ্নের জবাবে তাই তুলা বলেছি। গুড়ের চেয়ে মিষ্টি আর কিছুই হয় না। তাই গুড় বলে আপনার কথার জবাব দিয়েছি। অতঃপর আমার বাড়িতে এলসেসিয়ান কুকুর ছাড়া বেশি মূল্যবান আর কোন জন্তু ছিল না। তাই সে কুকুরটি আপনার জন্যে জবেহ করেছি।
মেহমান এ কথা শুনে আর দেরি না করে সেখান থেকে চলে গেলেন।