আমাদের মাওলানা সাহেব তুরস্কে গেলেন। দেখলেন সেখানের এক গভর্ণর মারা গেছে। গভর্ণরকে দাফনের জন্য কবর খনন করা হলো, দেখা গেল এক বিরাট সাপ কবরে কুণ্ডলি পাকিয়ে আছে। আরকটি কবর খনন করা হলো, দেখা গেল একই দৃশ্য। এভাবে ২৯ টি কবর খনন করা হলো।
দেখা গেল, প্রত্যেক কবরে একই সাপ। একজন আলেমকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এ সাপ হচ্ছে বারযখের সাপ, সারা পৃথিবী খন করলেও এ সাপকে তাড়ানো যাবে না। তারপর সেই সাপসহ প্রয়ত গভর্ণরকে দাফন করা হলো।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।