তুফান

এক ছেলে দুই দিন হাবত ক্লাসে অনুপস্থিত।দুই দিন পরে ক্লাসে উপস্থিত হলে শিক্ষক রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন এই ছেলে?দুই দিন কোথায় ছিলে?স্কুলে আসনি কেন?
ছাত্রঃস্যার বেয়াদবী মাফ করবেন।আমাদের বাড়িতে তুফান আসছিল।শিক্ষক বলল,মিথ্যা কথা শিখছো কোথায়?পিটিয়ে পিঠের চামড়া তুলে দেব।দুই দিন ধরে আবহাওয়া শুষ্ক,কোথাও বৃষ্টি হয়নি।তোমাদের বাড়িতে তুফান আসলো কেমন করে?
ছাত্রঃস্যার আপনি ভুল বুঝেছেন,ঐ তুফান তো না।আমার মামাতো ভাই তুফান আসছিল।অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে।তাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরা ফেরা করলাম।নাম তুফান শুনে তো সবাই অবাক।তুফান কি মানুষের নাম হয়।
আফসোসঃপশ্চিমাদের কবলে পড়ে মসুলমান এতটাই দেওলিয়া হয়ে গেছে,এখন ঝড় তুফান,বৃষ্টি,বন্যা আপদ বিপদ,ডলার,রিয়াল,দিনার,ইত্যাদি নাম রাখাটা আধুনিক যুগে অস্বাভাবিক কিছু নয়।অথচ ইসলামি নামের উসিলায় জান্নাত পাওয়া যাবে বলে হাদিসে বর্নিত আছে।
কিন্তু সুকৌশলে ওই সম্বলতুকুও আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!