সেদিন বিকালে পশ্চিম পাড়ায় ম্যাচ ছিলো বলে আমার আর অভির ফিরতে দেরি গেলো।আমরা থাকি উত্তর পাড়ায় ।সাধারণত পশ্চিম পাড়া থেকে আমাদের উত্তর পাড়ায় হেটে আসতে প্রায় আধ ঘন্টা লাগে।
ম্যাচে একটা ঝগড়া হওয়ায় সেটা সামাল দিতে দিতে রাত ৯টা বেজে যায়।সাড়ে ৯টার দিকে রওনা দিই।আমরা বেশ দ্রুত গতিতেই আসছিলাম তখন দেখি সামনে থেকে একটা লোক আমাদের হাত দিয়ে ডাকছে।সামনে গিয়ে দেখি এতো রামু কাকা।”আরে কাকা তুমি এখানে কি করো”আমি বললাম।
“নারে অয়ন এই দিক যাওয়ার সময় তোদের দেখলাম তাই ডাকলাম”
“চলো একসাথে বাড়ী যাই।”
“চল”
কাকা আমাদেরকে বাড়ির সামনে পৌছে দিয়ে বলল,”আমাকে পূর্ব পাড়ায় যেতে হবে ” আমরা তাকে জোরাজুরি করলাম ভিতরে ঢুকার জন্য কিন্তু উনি ঢুকলেন না।
বাড়িতে যাওয়ার পর দেরির কারন সবাইকে ব্যাখ্যা করতে হলো।দাদি বলল “আজ বিকালে রামুটা পানিতে ডুবে মারা গেছে”
আমাদের মাথায় বাজ ভেঙে পড়লো,”তাহলে আমাদের পৌছে দিলো কে ?”
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।