জাহিলিয়াতের যুগে যী তুওয়া উপত্যকায় এক জ্বিন মহিলা বসবাস করতেন। তার কেবল একটি ছেলে ছিল; অন্য কোনো সন্তান ছিল না। জ্বিন মহিলাটি তার একমাত্র ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন। সেই ছেলে তার গোত্রের মধ্যেও বড় সম্মানের পাত্র ছিলেন।
একসময় ছেলেটি বিয়ে করল এবং স্ত্রীর কাছে চলে গেল। সাতদিন অতিবাহিত হলে সে তার মাকে বলল—
“মা, আমি কাবাঘরে দিনের বেলা সাতবার তাওয়াফ করতে চাই।”
মা উত্তর দিলেন—
“খোকা, তোমার তাওয়াফের কথা শুনে কুরাইশ বংশের কিছু মানুষের ব্যাপারে আমার ভয় হচ্ছে।”
ছেলেটি বলল—
“আশা করি আমি নির্বিঘ্নে, নিরাপদে ফিরে আসব।”
মায়ের অনুমতি নিয়ে সে রওনা হল এবং এক সাপের রূপ ধারণ করল। সে সাতবার বাইতুল্লাহ শরীফের তাওয়াফ সম্পন্ন করল। এরপর ফিরে আসার পথে বনী সাহম গোত্রের এক যুবক তাকে দেখে এগিয়ে এসে মেরে ফেলল। এতে মক্কায় দাঙ্গার আগুন জ্বলে উঠল; এমনকি পাহাড় পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছিল না।
হযরত তুফাইল (রহঃ) আরও বর্ণনা করেছেন—
“আমরা শুনেছি, এমন মর্যাদার লড়াই খুব বড় ধরনের মান্যগণ্য জ্বিনের হত্যার ফলে সংঘটিত হয়। সকাল হতে দেখা গেল, বনী সাহম গোত্রের বহু মানুষ তাদের বিছানায় পড়ে আছে। সেই যুবক ছাড়াও সত্তর জন বৃদ্ধও শেষ হয়েছে।”
বর্ণনাকারী: হযরত আবূ তুফাইল (রহঃ)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।