ঢিবি থেকে

খুব সরু একটা পথ দিয়ে হারকিউলিস যাচ্ছিলেন। পথে যেতে যেতে দেখলেন, পথের একধারে মাটিতে কি যেন একটা পড়ে রয়েছে। দেখতে অনেকটা আপেলের মতো। কি খেয়াল হতেই হারকিউলিস পা দিয়ে সেটা চেপে দিলেন।

আর কি আর্শ্চয! সঙ্গে সঙ্গে সেই বস্তুটা দ্বিগুণ বড় হয়ে গেল। তাই দেখে হারকিউলিস খুব রেগে গেলেন। বেশ জোরে একটা লাথি মারলেন তার উপর। এবং হাতের মুঙ্গুরটা দিয়ে এক ঘা মারলেন।

এর ফলে সেটা বেড়ে বেড়ে এত বড় হয়ে গেল যে তাতে সারা পথটা গিয়ে আটকে গেল। ব্যাপার-স্যাপার দেখে হাতের মুঙ্গুর ফেলে দিয়ে হারকিউলিস এক পাশে সরে গিয়ে অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন।

আর এই দেখে দেবী এথেনা হঠাৎ সেখানে আর্বিভূত হয়ে বললেন-একি করলে তুমি? তুমি না বীর? বীরের এই কি ধর্ম? এই যা তুমি সামনে দেখছ, এ হচ্ছে কলহ। বিবাদের বা বিরোধের পরিণাম, রীতি ও তার মতিগতি।

ওর সঙ্গে লাগতে না গেলে ও আগে যেমন ছিল, ঠিক তেমনেই থাকত আর লাগতে গেলেও ফুলে ফেঁপে কেমন বাড়তে থাকে তা তো তুমি নিজের চোখই দেখলে।

উপদেশ: কলহ ও বিবাদ জগতে সকল অনর্থের কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *