ডিম খেকো কুকুর

এক যে ছিলো কুকুর । সে কুকুরের ডিম খেতে ভালোবাসতো । একবার সে ঘুরতে ঘুরতে ডিমের মতো দেখতে কঠিন আবরন যুক্ত একটি ঝিনুক দেখে সেটা ডিম মনে করে মুখে পুরে গপ্ করে গিলে ফেললো । ফলে কিছুক্ষন পরে তার পেটে দারূন যন্ত্রনা শুরু হয়ে গেল ।
কুকুরটা তখন ভাবল যেমন বুদ্ধি আমার ডিমের মতো দেখতে অন্য জিনিসকে ডিম মনে করে খেয়ে ফেলেছি আমি । আর তার ফলেই আমার পেটের যন্ত্রনা হচ্ছে !
উপদেশ :উপরটা চকচকে দেখলেও ভালো করে যাচাই না করে গ্রহন করতে নেই ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!