এক বোকা লোক কিভাবে বাড়ি যাবে,তার পরামর্শ চাইল এক পথচারির নিকট।পথচারিরঃআপনি কোথায় জাবেন?
বোকাঃজামালপুর।
পথচারিঃতাহলে আপনি ট্রেনে যান ট্রেনেই সুবিধা।
বোকাঃট্রেন দেখতে কেমন?আমি তো ট্রেন চিনি না।
পথচারিঃট্রেন হল যার উপর দিয়ে ধোঁয়া ছাড়ে,নিচ দিয়ে পানি পড়ে,জপতে জপতে যাচ্ছে।রাস্তার পাশে এক লোক সিগারেট মুখেদিয়ে প্রসাব করছে,কিছুক্ষণ পরপর হা করে ধোয়ার গোলা ছাড়ছে,নিচেদিয়ে পানি ছাড়ছেই।
বোকাঃ তাকে ট্রেন ভেবে গাট্টি বুছকা নিয়ে তার উপর চড়ে বসলো।
লোকটি বলল,আরে ভাই!আপনি একি করছেন?বোকা বলল,আপনি হলেন ট্রেন।আমাকে গন্তব্যে পৌছে দিন।কি বলছেন আপনি?
বোকাঃট্রেন বলে যার উপর দিয়ে ধোঁয়া ছাড়ে,নিচ দিয়ে পানি পড়ে,আপনি তো তাই করছেন,আপনি-ই হলেন ট্রেন,আরে আমি ট্রেন না,একজন শাহ সাহেব।
সতর্কবানীঃবর্তমানে অনেক ভণ্ড পীর আছে,যারা সিগারেট খায় দাড়ি কাটে।অথচ নিজে পির সাহেব দাবি করে,এরা পীর সাহেব নয় বরং পেশাব,পেশাব দিয়ে যেমন রুপ কাপড় পরিষ্কার হয়না এদের দ্বারা ও কলব পরিষ্কার হয় না। পেশাব যে রুপ কাপড় নাপাক করে এরাও মানুষের অন্তর কে নাপাক করে।নাপাক দিয়ে নাপাক দূর হয়না এদের দ্বারা ও কলব পাক হয় না।এদের থেকে সাবধান।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।