এক বিজন বনে বাস করত একটি খুব সুন্দর টুনটুনি। খুবই উচ্ছলতাই কাটত তার দিন। সবাইকে আনন্দ দেওয়া যেন তার নৈতিক কাজ। হঠৎ একদিন আকাশে মেঘ দেখা দিল, তারপর ঝড় লন্ডভন্ড করে দিল বন। টুনটুনি হারালো তার নীড়। মনের দুঃখে টুনটুনি বনের মধ্যে প্রবাহিত নদীর ধারে দিকশুন্য ভাবনায় মগ্ন ছিল। নদীতে ছিল একঝাঁক নয়না মাছ। মাছটি তার দলছুট হয়ে মন খারাপ করে নদীর কিনারায় ভাসতে ছিল আর লক্ষ্য করল টুনটুনি নীরবে কি যেন ভাবছে। ডাক দিল নয়না এই শোন তুমি এমন করে আছ কেন? টুনটুনি বলল তুমি এই অল্প পানিতে আছ কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উভয়ে এক গভীর সম্পর্কে জড়িত হলো। প্রতিদিন যার যার কাজকর্ম করে আর সময় সুযোগ পেলে দেখা করে সুখ দুঃখের কথা বলে।
নয়না মাছ সব সময় হতাশায় ভুগে কখন কার জালে আটকে পড়ব তখন আর টুনটুনির সাথে দেখা হবে না এই ভেবে খুব কষ্ট পাই কান্না কাটি করে টুনিকে বলে। টুনি বলে তুমি না থাকলে আমি বাচব না বন্ধু। তুমি যদি একটা দিন এই নদীর কুলে না আস তাহলে আমি আর কোন দিন এই ডালে বসব না। কারো সাথে কথা বলব না। তুমি যা বলবে আমি তাই করব প্রয়োজনে তুমি গভীর জলে যেও না জালে আটকা পড়ো না। এমন সব আবেগ দিয়ে কথা বলে টুনি।নয়না তার নির্দিষ্ট একটি জায়গাই থেকে সে টুনির জন্য অপেক্ষা করে। কথা বলে। নয়না মাছ ত আর উপরে চলতে পারে না তাই টুনির সব বিষয়ে খবর রাখতে পারে না। এর মধ্যে টুনি আগের মত আর নয়নার সাথে কথা বলে না। নয়নার জন্য অপেক্ষা করে না। নয়না একদিন টুনিকে বলল তুমি এমন করো কেন তখন টুনি বলছে দেখ আমার অনেক কাজ। আর আগের মত সময় নাই।
এরপর নয়না দেখল টুনি ওকে আড়াল করে এদিক ওদিক খুব ছুটে বেড়ায় অথচ ওকে মনে করে না। একপর্যায় বনে টুনির অনেক সাথী জুটে গেল। সবার সাথে কত আনন্দ হাসি নয়নার কথা মনেই থাকে না। এ দিকে নয়না টুনির অপেক্ষায় থাকতে থাকতে নিজের সকল সাথীদের ভুলে গেছে। শুধু বন্ধুকে খুশি করার জন্য। এখন সেই বন্ধু ওকে দেখলে বলে ও তুমি আছ। তুমি থাক না নাকি তাই আর এদিকে আসা হয় না। খুব মিস করি তোমাকে। মিথ্যা শান্তনা নয়নাকে দিল। নয়না বুঝল কিন্তু কিছু বলল না। বুঝল আমি জলের প্রাণী জলেই আমার বাস কেন আমি ডাঙ্গার প্রাণীর সাথে বন্ধুত্ব করলাম। তবুও নয়না একটা প্রকৃত সম্পর্কের যে সৃষ্টি করতে পেরেছে এবং বন্ধুর দেওয়া কথা পালন করেছে এটাই তার শান্তনা। সে দোয়া করল যেখানেই থাক যাদের সাথেই থাক ভাল থেক।
হয়ত আমি কোথাই আটকা পড়ে মারা যাব তুমি জানবে না। তুমি তোমার কথা রাখতে পারলে না কিন্তু আমি আমার কথা ঠিকই রক্ষা করলাম বন্ধু। সময় তোমাকে এত বদলে দিবে ভাবতে পারিনি। সুখে থেক ভাল থেক। যদি কখন জলের প্রয়োজন হয় আমার এই স্থান থেকে এক ফোটা জল খেও আমি ধন্য মনে করব বন্ধুর ছোয়া মনে করে।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।