টাউরিয়া ভুত

আজ আমি আপনাদের একটা অন্য রকম
ভুতেরগল্প বলব……:
আমি তখন ক্লাস ৮ এ পড়ি । একদিন
আমার এক বন্ধু আমকে টাউরিয়া
নামে এক ভুতের কথা বলে। এটা
নাকি বাচ্চার মত দেখতে। ২ ফুট
উচ্চতা। জারা ভাল তারা নাকি
টুপি আর পাঞ্জাবি পরে। আমি তখন
বিলিভ করি নাই।
তারা আরো বলে ছিল জারা
খারাপ তারা নাকি পুরো খালি
গায়ে থাকে। তাদের টাক মাথা।
তারা মানুশের খতি করে।
আবার এদের নাকি মেরে ফেলা
জায়। বাম হাত দিয়ে ওদের মাথায়
জোরে ঘুশি মারলে নাকি এরা
মারা জায়।
একদিন একদিন এক্টা কাজ করে
বাসায় আস তে রাত হয়ে জায়। হঠাত
দেখি একাটা বাচ্চা রাস্তায়
দারিয়ে পস্রাব করছে আর আমার
দিকে তাকিএ আছে। আমি বুঝে
ফেল্লাম এটা টাউরিয়া। জা থাকে
কপালে। হয় মরবো না হয় মারবো।
এই পন করে দউরে গিয়ে সরবো সক্তি
দিয়ে অর মাথার এক্টা ঘুশি
মারলাম। মনে করলাম মরে জাবে।
তা না দেখি ওটা কাদছে। হঠাত
পাসের গলি থেকে কে জেন বলে
উঠল ” কোন গলামের পোলায় রে???”
পায়ে সেইদিন এমন শক্তি পেয়ে
ছিলাম জে উসাইন বোল্ট ও মনে হয়
আমার সাথে পারত না।।।।।।।।হায়
রে টাউরিয়া,,,,,,,

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!