জ্বিনরা মানুষকে ভয় করে
বর্ণনায় হযরত মুজাহিদ (রহঃ) একরাতে আমি নামাজ পড়ছিলাম। হঠাৎ আমার সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। আমি তাকে ধরতে যেতেই সে সজোরে লাফ দেয় এবং দেয়ালের পিছনে গিয়ে পড়ে। তার মাটিতে পড়ার শব্দও আমি শুনতে পাই। এরপর আর কখনোই আমার কাছে আসেনি।
এই জ্বিনরা তোমাদের ওরকম ভয় করে যেরকম তোমরা ওদের ভয় করো।
হযরত মুজাহিদ (রহঃ) তোমরা যেমন শয়তানকে ভয় করো, শয়তান তার চাইতেও বেশী তোমাদের ভয় করত। সে তোমাদের সামনে এলে তোমরা তাকে ভয় করো না। তোমরা তাকে ভয় পেলে সে তোমাদের উপর সওয়ার হয়ে যাবে। আর তোমরা যদি তার মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যাও, তবে সে পালিয়ে যাবে।
আবূ শারাহ (রহঃ) বলেছেনঃ আমাকে অন্ধকার গলি-খুঁজতে যেতে ভয় করতে দেখে হযরত ইয়াহইয়া জামার (রহঃ) বলেন- আমরা যাদের ভয় করি, তারা তো আরও বেশী আমাদের ভয় করে।