আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) একদিন মক্কায় বললেন, যারা জ্বিন দেখতে চাও তারা আজ রাতে আমার কাছে আসবে। ইবনে মাসঊদ (রাঃ) বলেন, আমি ব্যতীত অন্য কেউ আসেনি। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে সাথে নিয়ে মক্কার উঁচু পাহাড়ে গেলেন।
তিনি পা দিয়ে একটি বৃত্ত এঁকে দিয়ে বললেন, তুমি এই বৃত্তের ভেতর বসে থাকবে। একথা বলে আমাকে বসিয়ে রেখে রাসূলুল্লাহ (সাঃ) কিছুটা সামনে গিয়ে কোরআন পাঠ করতে লাগলেন। হঠাৎ একদল জ্বিন তাঁকে ঘিরে ধরলো। আমি রাসূলুল্লাহ (সাঃ) দেখতে পেলাম না। জ্বিনদের আমি বলতে শুনলাম, আপনি যে আল্লাহর নবী এর একটি প্রামাণ আমরা দেখতে চাই।
রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ওই বৃক্ষ যদি সাক্ষী দেয় তাহলে চলবে? তারা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ (সাঃ) সে বৃক্ষকে কাছে ডাকলেন। বৃক্ষ এসে সাক্ষ্য দিলো যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। তারপর সকল জ্বিন রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি ঈমান আনলো। (বায়হাকি)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।