একতি বালক তার মায়ের উপর রাগ করে চেঁচিয়ে বলল,“আমি তোমাকে ঘৃনা করি।“আমি তোমাকে ঘৃনা করি।”মায়ের বকুনির ভয়ে বাড়ি সে বাড়ি থেকে পালিয়ে গেল।একটু দূরে পাহার ঘেরা একটি উপত্যকায় গিয়ে সে চেঁচিয়ে বলল, “আমি তোমাকে ঘৃনা করি”।“আমি তোমাকে ঘৃনা করি”।ছেলেটির জীবনে এই প্রথম সে প্রতিধ্বনি শুনল,ভয় পেয়ে সে মায়ের কাছে দৌরে গিয়ে বলল,“মা পাহাড়ে একটি খারাপ ছেলে চেঁচিয়ে বলল,আমি তোমাকে ঘৃনা করি,মা ব্যাপার টা বুঝতে পেরে ছেলেকে উপত্যকায় ফিরে গিয়ে চিৎকার করে বলতে বলল,“আমি তোমাকে ভালবাসি,আমি তোমাকে ভালবাসি,
ছোট ছেলেটি ফিরে গিয়ে উচ্চস্বরে বলল, “আমি তোমাকে ভালবাসি, আমি তোমাকে ভালবাসি।”প্রতিধ্বনি ফিরে এল।বাচ্চা ছেলেটির শিক্ষাহল,আমাদের জীবন প্রতিধ্বনির মত যা দিই তাই ফিরে পাই।বেজ্ঞামিন ফ্রাস্কলিন বলেছেন,“আমরা যখন অপরের নিকট ভালো হই,তখন আমরা নিজেদের কাছে সর্বোত্তম।”