জীবনের গল্প] এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে।

ঘণ্টা ধরে রিকশা নিয়ে উদ্দেশ্যহীন
ভাবে ঘুরতেছি। রিকশাচালক
কে কিছুটা বিরক্ত মনে হল। বিকেলে রোদের তেজ কমে গেলেও
চারদিকে ভ্যাপসা গরম।
রিকশাচালক এর শরীর থেকে ঘাম
পড়তেছে। -রিকশাচালকঃ ভাইজান কই
যাইবেন?
-আমিঃ কোথাও না , এমনি ঘুরতেছি।
-রিকশাচালকঃ ও আইচ্চা (বেশ
বিরক্ত নিয়ে বলল)
-আমিঃ ভালোবাসা খুজতে বের হইছি,পেয়ে গেলে ঘোরা বন্ধ
করে দেব।

রিকশাচালকঃ তাইলে সারাজীবনেও
ঘোরা বন্ধ হইব না। এই দুনিয়ায়
ভালবাসা নাই। সবাই আছে নিজের ধান্দা লইয়া। -আমিঃ কি নাম আপনার?
রিকশাচালকঃ: মোসলেম উদ্দিন…
রিকশা থামিয়ে ২ টা সেভেন আপ
কিনলাম , একটা আমার জন্য
আরেকটা দিলাম মোসলেম উদ্দিন
কে। মোসলেম উদ্দিন এর চোখ চক চক করে উঠল।
গামছা দিয়ে পেচিয়ে রাখল সেভেন
আপ এর বোতল। আমিঃ: খাচ্ছেন না কেন?
মোসলেম উদ্দিনঃ: আমি খামু না।
বাড়িতে নিয়া যামু ছোট পোলাটার
লাইগা।
গরীব মানুষ
এইগুলা কিন্না দিতে পারিনা। আজকে পাইলে খুশি হইব। ছোট
মাইয়াটা আবার পুতুল এর
বায়না ধরছে। গরীবের কি এত
বায়না ধরলে চলে।
আইজকা একটা ছোট পুতুল কিনুম। বাপ
যখন হইছি বায়না ত মিটাইতেই হইব। আমি তাকিয়ে আছি মোসলেম
উদ্দিন এর দিকে । মোসলেম উদ্দিন ভালবাসার
সংজ্ঞা জানেনা কিন্তু
ভালবাসতে জানে। দারিদ্রতা তার
ভালোবাসা কমাতে পারেনি এতটুকু।
সন্তানের জন্য বাবা-মার
ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই
ভালোবাসা ছড়িয়ে পড়ুক
সারা পৃথিবীতে।
বাবা- মা বেঁচে থাকুক সব সন্তানের
হৃদয়ে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!