জীনের উৎপাত◄

এই ঘটনাটা আমার মেজো খালার কাছ থেকে শোনা।। গ্রীষ্মের ছুটিতে আমার মেজো খালা উনার বড় বোন, মানে আমার বড় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।। আমার বড় খালা গ্রামে থাকেন।। উনার বাড়ির চারপাশটা খুবই নির্জন এবং জনবসতি বলতে গেলে খুবই কম।। বাসাটা এমনিতে দেখতে খুবই সুন্দর।। চারপাশটা গাছগাছালি দিয়ে ভরতি।। কিন্তু একটা দোষ ছিল যে, প্রায়ই জীনরা খুব জ্বালাতন করতো।। মেজো খালা যাওয়ার পরের একদিনের ঘটনা।। ঐদিন ভয়ানক গরম ছিল, তাই সবাই মেঝেতে বিছানা করে শুয়ে গল্প করছিলো।। হটাৎ বড় খালা জীনদের উৎপাত নিয়ে বিভিন্ন ঘটনা বলা শুরু করলেন।। এভাবে গল্প করতে করতে এক পর্যায়ে সবাই শুনতে পায় যে, টিনের চালে কে বা কারা যেনও বড় বড় আম ছুঁড়ছে(আম বুঝতে পারার কারন হল, টিনের চালে হটাৎ করে একটা, দুটো আম পড়লে ঠিক ঐরকম আওয়াজ হতো)।।

সবাই ভয়ে অস্থির।। হটাৎ তারা সবাই পরিষ্কার শুনতে পেলেন কে যেনও বলছে, “আমাদের কথা ওদের এভাবে বললি কেনও??” আর একটা আগুনের ফুলকি ঘরের সামনে ছুটে বেড়াচ্ছিল।। বড় খালা বলে উঠেন, “আর বলব নাহ।। এবারের মত ক্ষমা করে দাও।।” এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ঢিল ছুড়া বন্ধ হয়ে যায়।। এই ঘটনা ছাড়াও প্রায় সময়ই শব্দ পাওয়া যেত যে, কে বা কারা যেনও কলের পাড়ে গোছল করছে।। গুনে গুনে তিনবার পানি ঢালত, তারপরই থেমে যেত।। আসলে ভূত বলে কিছু নেই।। অশরীরী আত্মা আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান।। তবে জীন আছে এটা পবিত্র কোরআনেও উল্লেখ আছে।। এবং মানুষের মত, তাদের মধ্যেও খারাপ, ভালো ২টাই আছে।।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!