
একদা এক গৃহস্থের এক ঘোড়া ছিল। গৃহস্থটি প্রতিদিন ঘোড়ার জাবনা খাওয়ার পাত্রে তার জন্যে ঘাস, ছোলা ইত্যাদি সাজিয়ে রাখতো।
সেদিনও জাবনা পাত্রে ঘোড়ার জন্যে ঘাস, ছোলা ইত্যাদি সাজিয়ে রেখেছে গৃহস্থ। কিন্তু দেখা গেল একটা কুকুর গিয়ে সেই ঘোড়ার জাবনার পাত্রে শুয়ে আছে।
ঘোড়া খাবার খেতে এলেই সে দাঁত বের করে ঘেউ ঘেউ করে ডেকে তাকে কামড়াতে যায়, আর ভয়ে ঘোড়া তখন পালিয়ে যায়। সে তখন মনে মনে ভাবে, “এমন অদ্ভুত স্বভাব তো কারো দেখিনি, ওর নিজের খাবার এসব নয়, তাই নিজে খেতে পারবে না, কিন্তু যার খাবার তাকেও খেতে দেবে না!”
উপদেশ: খারাপ স্বভাবের মানুষেরা নিজে কিছু তো করবেই না, পরন্ত অপরে কিছু করতে গেলে বাধা দেবে।