একদা এক গৃহস্থের এক ঘোড়া ছিল । গৃহস্থটি প্রতিদিন ঘোড়ার জাবনা খাওয়ার পাত্রে তার জন্যে ঘাস, ছোলা ইত্যাদি সাজিয়ে রাখতো । সেদিনও জাবনা পাত্রে ঘোড়ার জন্যে ঘাস, ছোলা ইত্যাদি সাজিয়ে রেখেছে গৃহস্থ । কিন্তু দেখা গেল একটা কুকুর গিয়ে সেই ঘোড়ার জাবনার পাত্রে শুয়ে আছে । ঘোড়া খাবার খেতে এলেই সে দাঁত বের করে ঘেউ ঘেউ করে ডেকে তাকে কামড়াতে যায়, আর ভয়ে ঘোড়া তখন পালিয়ে যায় । সে তখন মনে মনে ভাবে এমন অদ্ভুত স্বাভাব তো কারো দেখিনি,-ওর নিজের খাবার এসব নয়, তাই নিজে খেতে পারবে না ,-কিন্তু যার খাবার তাকেও খেতে দেবে না !
উপদেশ : খারাপ স্বভাবের মানুষেরা নিজে কিছু তো করবেই না, পরন্ত অপরে কিছু করতে গেলে বাধা দেবে ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।