জাদুকর

তিনি জাদুকর । বেশ কিছু জাদু দেখাতে পারেন । হাতের মাঝে মুদ্রা নিয়ে অদৃশ্য করে ফেলেন । সাদা কাগজ দিয়ে টাকার নোট বানিয়ে ফেলেন ।

 

তাকে প্রায়ই দেখা যায় শহরের গলির ধারে বসে জাদু দেখাচ্ছেন ।

 

“এই যে দেখেন মিয়া ভাইরা কি আচানক এই কাহিনী । এই যে দেখেন । এইটা কি? এইটা হইল এক টেকার কয়েন । এইটারে এখন কি করব কইতে পারেন? ফুঁস কইরা দিব । তালি হবে!!”

 

তার কথায় বাচ্চা বয়সী কিছু ছেলে হাত তালি দেয় । কিছু বৃদ্ধ মুখ নিরস ভঙ্গিতে হাঁটু গেঁড়ে বসে থাকে । এক দুজন যুবক জাদুর কৌশল ধরার চেষ্টা কর ।

 

তিনি ফুঁস বলে কয়েন অদৃশ্য করে ফেলেন । বাচ্চারা উত্তেজিত ভঙ্গিতে তালি দেয় । যখন তিনি সামান্য টাকা চান । তখন আর কারো মধ্যে কোন উত্তেজনা কাজ করে না । নিরস ভঙ্গিতে ভিড় কমতে থাকে । বাচ্চা গুলো সড়ে না । তারা আগ্রহী চোখ নিয়ে বসে থাকে । কেউ কেউ সাহস করে বলে ফেলে,

  • জাদুকর সাব । আরেকটা খেলা দেখাইন!

 

তিনি যান্ত্রিক ভঙ্গিতে পকেট থেকে পুরাতন কলম বের করে নতুন জাদু দেখান । তিনি জাদুকর । মানুষ জাদুকর । সকাল বেলা বাসা থেকে জাদু দেখাতে রাস্তায় বের হন । সন্ধা মিলিয়ে গেলে বাড়ি ফেরেন ।

 

স্ত্রী নেই তার । পালিয়ে গেছে । কি করবে! ক্ষুধার জ্বালা কে সহ্য করতে পারে? শুধু তার মেয়েটা অন্য রকম । ক্ষুধা নিয়েও বলে,

  • বাপজান তোমার জাদু দেখাও । জাদু দেখলে ক্ষিধা লাগে না

 

তিনি চোখ মুছতে মুছতে মেয়েকে জাদু দেখান । বহু বছরের পুরাতন জাদু । মা কে যে বার কয়েন অদৃশ্য করার জাদুটা দেখিয়েছিলেন । মা চোখ বড় বড় করে বলেছিল,

  • ও খোকা! কয়েন কই গেল!

 

তিনি রহস্যের ভঙ্গিতে হেসেছিলেন । এখন আর তিনি হাসেন না । মুখটা বড় শুকনো দেখায় । বাসায় ফেরার সময় মেয়ের কথা মনে পড়ে । ঘরে চাল নেই । জাদুকর হাঁটতে থাকেন । তার হাতের মুঠোয় কয়েনটা পড়ে থাকে । এক টাকার কয়েন । তিনি হঠাৎ হঠাৎ হাঁটা থামিয়ে দেন । হাতের মুঠো খুলে তালুতে রাখা কয়েনটা দেখেন । ঘরে চালের জন্য অপেক্ষায় থাকা মেয়েটার ক্ষুধার্থ মুখ ভেসে উঠে । তিনি পুরাতন ময়লা হাওয়াই শার্টের হাতা দিয়ে চোখ মুছেন । তারপর অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে থাকেন…

 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!