জলের ভূত — জার্মানের রূপকথা

এক কুয়োপাড়ে ছোট্টো একটি ছেলে তার বোনের সঙ্গে প্রায়ই খেলা করত । একদিন খেলা করতে করতে দুজনেই তারা ঝুপ করে জলে পড়ে গেল । কুয়োর তলায় থাকত এক জলের ভূত । তাদের দেখে সে চেঁচিয়ে উঠল, “এইবার তোদের বাগে পেয়েছি । আমার জন্যে এইবার তোদের খাটাব।” সুতো কাটার জন্যে মেয়েটিকে সে দিল জলের নানা আগাছা আর বলল একটা ফুটো বালতি করে জল আনতে । ছেলেটিকে একটা ভোঁতা কুড়ল দিয়ে সে বলল গাছ কাটতে । আর তাদের খেতে দিল শুধু পাথরের মতো শক্ত পিঠে ।

ভারি কষ্টে ছেলেমেয়েদের দিন কাটে । এক রবিবার জলের ভূত যখন গির্জেয় গেছে তারা দুজনে পালাল ।

গির্জে থেকে ফিরে জলের ভূত দেখে তার পাখিরা উড়ে গেছে । দারুণ রেগে বড়ো-বড়ো পা ফেলে তাদের সে ধাওয়া করল ।

দুরে তাকে আসতে দেখে মেয়েটি একটা ঝাঁটা পিছন দিকে ছুড়ে ফেলল আর দেখতে দেখতে সেখানে গজিয়ে উঠল খোঁচা-খোঁচা হাজার ঝাঁটার একটা পাহাড় । পাহাড়টা পেরুতে জলের ভূতের খুব অসুবিধে হলেও শেষটায় কোনোমতে সেটা পেরিয়ে সে এল ।

মেয়েটি তখন পিছন দিকে ছুড়ে দিল একটা আয়না আর দেখতে দেখতে সেখানে গজিয়ে উঠল হাজার-হাজার আয়নার একটা পাহাড় । পাহাড়টা এমনই পিছল যে, জলের ভূত কিছুতেই সেটা বেয়ে উঠতে পারল না । তাই সে ভাবল, “বাড়ি গিয়ে আমার কুড়লটা নিয়ে আসি । সেটা দিয়ে কাচের পাহাড়টা ভাঙব । কিন্তু বাড়ি থেকে ফিরে কাচের পাহাড় ভেঙে সে দেখে—ছেলেমেয়েরা অনেক-অনেক দুরে চলে গেছে । কিছুতেই তাদের নাগাল ধরতে সে পারল না । তাই মনের দুঃখে জলের ভূত ফিরে গেল তার কুয়োর তলায় ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!