জন্ম একসঙ্গে, প্রয়াণেও দারুণ মিল

যমজ বোন। কয়েক মিনিটের ব্যবধানে জন্মেছিলেন তারা। তারপর শুরু হয় দীর্ঘ পথচলা দুই বোনের। সত্যিই দীর্ঘ! জীবনের সমস্ত চড়াই-উতরাই পেরিয়ে এক শতক ধরে একসঙ্গে ছিলেন ইংল্যান্ডের ফ্লোরেন্স ডেভিস ও গ্লেনস থমাস।

এই বছর নভেম্বরে তাঁদের বয়স হতো ১০৪। তবে তার আগেই পথচলা শেষ হয়ে গেল। মজার বিষয় হল, জন্ম যাঁদের একসঙ্গে, মৃত্যুও প্রায় একসঙ্গে ঘটল। গ্লেনস থমাস মারা যান ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। এক মাস কাটতে না কাটতেই বোনের শোকে ফ্লোরেন্সও চলে গেলেন। দিন ছিল বুধবার, ২০ মে। তাঁরা অবারমিল কেয়ার হাউসে থাকতেন। সেখানকার ম্যানেজার ক্রিসটাইন টিপার জানান, “তাঁদের মধ্যে এক অতি গভীর আত্মিক সম্পর্ক ছিল, তাই হয়তো তাঁদের মৃত্যুও প্রায় একই মাসে ঘটল। সত্যি বলতে, এমন অসাধারণ মহিলা আমরা কখনও দেখিনি।

তাঁদের অবদান আমরা চিরকাল মনে রাখব।” দুই বোনের স্মৃতিচারণ করতে গিয়ে ক্রিসটাইন টিপারের চোখে জল চলে আসে। ফ্লোরেন্স ও গ্লেনসের জন্ম হয়েছিল ১৯১১ সালের ১২ নভেম্বর। তাঁরা পাঁচ সন্তান, বারো নাতি-নাতনি ও ১৯ জন পৌত্র-পৌত্রী রেখে গেছেন।

সোহরাব…

রমজান মাসে কিভাবে ওজন কমাবো?

রমজান মাসে কিভাবে ওজন কমাবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *