অনেক
বছর আগের কথা। রোমান,আরমান ও
জয় তারা ছিল তিন বন্ধু। তারা
ছিল গ্রামের সবচেয়ে দুষ্টু
ছেলে। গ্রামের সবার বাসা
থেকে তাদের নামে নালিস
আসতো। তারা তাতে ভয় পেত
না। বরং তাদের দুষ্টুমি আরও
বেরে যেত। তাদের কোনো ভয়
ছিল না এই জন্য তাদের মধ্যে
একজন ছিল নাম রোমান তার
বাবা গ্রামের জমিদার ছিলেন
তাই। তাদের মধ্যে জয়ের
সিনেমা দেখার খুব সখ। কিন্তু
সিনেমা ছিল গ্রামের বাইরে
এক বড় শহরে। সেখানে যেতে দুই
(২)দিন সময় লাগবে। তাই সে
একদিন তার বন্ধুদের বলল সে
সিনেমা দেখবে। প্রথম তারা
না বলল। তারপরে অনেক কষ্টে
তাদের রাজি করাল। তারপর
সবাই রাজি হল। পরেরদিন তারা
রওনা দিল শহরের উদ্দেশ্যে।
তাদের গ্রাম আর শহরের
মাঝখানে রয়েছে একটি ছোট
নদী। সেই নদী পার হলে একটি
বিশাল বড় জঙ্গল। তারা নদী পার
হয়ে সেই জঙ্গলে ওঠে। তারা
যেতে যেতে রাত হয়ে গেল।
তাদের পক্ষে চলা আর সম্ভব হতে
পারেনি। তারা আস্তে আস্তে
সামনে যেতে থাকে। হঠাৎ
থমকে দাড়ল।
তারা এই নির্জন
জঙ্গলে একটি আশ্চর্য দৃশ্য দেখল।
তাদের সামনে বাড়ি। তারা
বাড়িটির সামনে গেল তারা
বাড়ীটির দরজায় ধাক্কা
দিতেই দরজাটি খুলে গেল। তখন
সে ব্যাপারটি গোপন রাখল।
তারপর তারা বাড়িতে ডুকতেই
দেখল একজন বৃদ্ধ মহিলা। তারা
তাকে দেখে খুব খুশি হল। তখন বৃদ্ধ
মহিলা এগিয়ে এসে বলল তোমরা
রাস্তা আটকে গেছ তাই না।
তারা ভয়ে ভয়ে বলল, আপনি
কিভাবে জানেন। তিনি
কিছুক্ষন পর জবাব দিলেন আমি সব
জানি। তিনি বললেন রাত্রে
বের হবেন না বাবু। এই বলে তিনি
চলে গেলেন। তার পর সবাই
ঘুমিয়ে গেল। তখন এর মধ্যে আরমান
হঠাৎ উঠে কেউকে না জানিয়ে
টয়লেটে গেল। কিন্তু সে আর
ফিরে আসল না। কিছুক্ষন পর সে ঘুম
থেকে জেগে দেখল আরমান
নেই। সে রোমানকে ঘুম থেকে
জাগিয়ে বলল।।।।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।