হঠাত্ করেই একদিন স্কুল থেকে ঠিক হল আমরা নবম শ্রেণীর ছাত্ররা পিকনিকে
যাব সুন্দরবনে ।
১৬…,তারিখে আমরা সুন্দরবনে গেলাম ।কিন্তু আমরা আগে থেকে কোন হোটেলে
বুকিং না দেয়ার কারনে আমরা কোন হোটেলে এত ছাত্র ছাত্রীর থাকবার জায়গা
পেলাম না ।আমরা বেশ চিন্তিত হয়ে পড়লাম ।স্যাররা এই বোকামির জন্য মাথার
চুল ছিড়তে শুরু করল ।একসময় আমরা ঠিক করলাম গ্রামে গিয়ে থাকার ব্যাবস্থা
করব ।তবে সেটা করতে গেলে এই রাতের বেলায় আমাদের একটা ছোটখাট বন পাড়ি দিতে
হবে ।কি আর করা আমরা বেড়িয়ে পড়লাম ।নিঝুম রাত ।রাতের নিঝুমতা ভেঙ্গে আমরা
এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে ।বনের ভিতর প্রবেশ করতেই একটানা ঝি ঝি
পোকার ডাক শুনতে পেলাম ।আমদের বুক দুরুদুরু করছে ।হঠাত্ সামনে একটা
আলোকময় প্রাসাদ দেখতে পেলাম ।এই নিঝুম বনে এতবড় প্রাসাদ এল কোথা থেকে ।আমরা যেমন অবাক হলাম তেমনি আন্দিত ও হলাম ।এই প্রাসাদের গেস্ট রুমটা
হলেও আমরা বেশ থাকতে পারব ।কিন্তু দরজা খোলা দেখে আমরা একেবার থ হয়ে
গেলাম ।আশ্চর্য এতবড় বাড়িতে কি মানুষজন নেই ।আমরা সারা প্রাসাদ ঘুরে
দেখলাম একটা মানুষের টিকিটিও দেখতে পেলাম না ।আজিজ স্যার বললেনঃ আমরা
এখানেই তাহলে থাকার ব্যাবস্থা করি ,কি বল তোমরা ?আমাদের বলার কিছুই ছিল না।আমরা কিছু বললাম ও না ।আমরা একটা বড়সর রুম দেখে সব ছাত্ররা একসাথে জটলা
বেধে শুয়ে পড়লাম ।স্যাররা অন্য ঘরে শুতে গেলেন ।সারাদিনের পরিশ্রমে খুব
শিগ্রি আমরা ঘুমের কোলে ঢলে পড়লাম ।একটা চিত্কারে আমার ঘুম ভেঙ্গে গেল।তাকিয়ে যা দেখলাম তাতে আমি ভয়ে জমে গেলাম।আমার কপাল দিয়ে ঘাম ঝড়তে লাগল।আমি একটা কবরস্থানে শুয়ে আছি ।কাচা কাচা কবর ।যেন আজই মাত্র দেয়া হয়েছে।উঠার চেষ্ট করলাম কিন্তু উঠতে পারলাম না ।তাকিয়ে চারদিকে দেখার চেষ্টা
করলাম ।নাহ্ কিছুই দেখা যাচ্ছেনা ।এত অন্ধকার যে নিজের দেহ ই ভালভাবে
দেখা যায়না ।আমি আকাশের দিকে তাকালাম আকাশটা ঢেকে আছে একটা কালো পর্দায় ।একটা তারাও চোখে পড়ল না ।আমি দুটো কবরের মাঝামাঝি শুয়ে আছি ।হঠাত্
দেখলাম সাদা একটা ছায়া আমার দিকে এগিয়ে আসছে ।বিকৃত ছায়াটা দেখে আমি
চিত্কার করার চেষ্টা করলাম ।কিন্তু করতে পারলাম ।আমার গলা দিয়ে
ফ্যাসফ্যাস একটা শব্দ বের হল ।ছায়াটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে ।হঠাত্
মাটি থেকে ছায়াটা কি যেন একটা তুলে নিল ।দেখলাম আজিজ স্যার ছায়াটার হাতে।তারমানে আমি এখানে একা নয় ।সবাইকে ফাদে ফেলেছে ।এবার চেয়ে দেখলাম ছায়াটা
ক্রমশ একটা বিকট সাদা জানোয়ারে পরিণত হল ।তার নখদর্পনে ছিন্নভিন্ন করে
দিল আজিজ স্যারকে ।তারপর খেয়ে ফেলল স্যারকে ।এবার আবার আমার দিকে এগোতে
লাগল ছায়াটা ।আমার গলা শুকিয়ে কাঠ হয়েগেছে কখনই ।এবার মনে হচ্ছে আমার
গলায় যেন আগুন লেগে গেছে ।ছায়াটা আমার সামনে দাড়িয়ে আমার দিকে থাবা
বাড়িয়ে দিল ।কিন্তু সেই থাবা আমার গায়ে স্পর্শকরার আগে ছায়াটা শূণ্যে
মিলিয়ে গেল ।কয়েকজন আদিবাসী মশাল নিয়ে কবর স্হানে ঢুকল ।আমার বুকে যেন
একটু সাহস সঞ্চার হল ।তাদের মৃদু স্বরে একটা ডাক দিলাম ।এরপর আমি একটা ঘন
কালোর মাঝে হারিয়ে গেলাম ।জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমরা একটা
প্রেতাত্না কবলে পড়েছিলাম ।ভাগ্যিস আদিবাসীর একটা মরদেহ নিয়ে কবরে এসেছিল
!তাই আমরা বেচে গেলাম ।কিন্তু হারালাম আমাদের একজন প্রিয় স্যারকে ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।