ঘটনাটা আমার টিচার থেকে শোনা।। আমার টিচার তখন গ্রামে থাকতেন।। একদিন উনার মা উনাকে উনার নানিকে দেখে আসার জন্য বললেন।। তো, আমার টিচার এবং উনার ছোট ভাই রওনা হলেন।। নানির বাড়ি দুইভাবে যাওয়া যেত— ১। রোড দিয়ে, ২। নৌকা দিয়ে। উনারা নৌকা দিয়ে যাবেন বলে ঠিক করলেন।।
রওনা দেয়ার প্রায় ২ ঘণ্টা পর নানির বাড়ি পৌঁছলেন।। ওখানে সারা দিন থেকে বিকাল ৪:৩০ এর দিকে রওনা হলেন।। তখন ছিল শীতকাল।। জলদি চারদিক অন্ধকার হয়ে পড়ল।। টিচার ও উনার ভাই তখনো বাড়ি পৌঁছাননি।। জলদি যাওয়ার জন্য উনারা শর্টকাট নিলেন।।
কিন্তু শর্টকাট রাস্তায় একটা কবরস্থান পড়তো।। তো, উনারা আসতে লাগলেন।। কবরস্থানটি যখন পার করছিলেন, ঠিক তখন তারা দেখতে পেলেন যে একটা কালো মতন ছায়া মূর্তি কবরস্থান দিয়ে দৌড়ে এসে পানিতে লাফ দিল।। ওই কবরস্থান দিয়ে লোকজন আসা যাওয়া করতো না।।
মূর্তিটি লাফ দেওয়ার পর আমার টিচাররা চিত্কার করে দ্রুত নৌকা চালাতে লাগলেন।। তাদের সবসময় যেন মনে হতে লাগল যে তাদের নৌকার পিছনে কেউ সাঁতরে আসছে।। কিন্তু টর্চ মারলে কিছু দেখা যায় না।।
অবশেষে তারা নদীর ঘাটে পৌঁছে গেলেন।। নদীর ঘাটে পৌঁছে আমার টিচার লাফ দিয়ে নৌকা থেকে নামলেন।। কিন্তু ওনার ভাই নামতে গিয়ে পানিতে পড়ে গেলেন।। পড়ে গিয়ে উঠতে গিয়ে দেখেন যে কে যেন পিছন থেকে ওনাকে টেনে রেখেছে।। উনি তো ভয়ে আধমরা।।
এদিকে আমার টিচারও উনাকে টেনে তোলার চেষ্টা করছেন।। অবশেষে টেনে তুলতে পারলেন এবং দৌড়ে বাড়ি পৌছলেন।। ঘটনার পর ওনার ভাই ৪ দিন জ্বরে আক্রান্ত ছিলেন।।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।