চৌদ্দশত বছর পরেও তিনজন সাহাবার মর দেহ ছিল তরুতাজা

মসজিদে নববী সম্প্রসারণের কাজে তিনজন সাহাবার কবর স্থান্তর করার প্রয়োজন দেখা দিল । ১৯৬৮ সালে আমি মদিনা মুনাওয়ারায় তাদের কবর দেখছিলাম । শত শত বছরের পুরাতন কবরের কাঁচা দেয়ালের চিহ্ন বিদ্যমান দেখেছি । পরবর্তীকালে মসজিদে নববী সম্প্রসারণের প্রয়োজনে ৩ জন সাহাবার কবর খনন করে তাদের পবিত্র লাশ জান্নাতুল বাকিতে স্থানান্তর করা হয় । নওয়ায়ে ওয়াক্ত উর্দু দৈনিক পত্রিকায় এ সম্পর্কে খবর ছাপা হয়েছিল ।

সাহাবাদের কবর স্থানান্তর এর প্রয়োজনে যখন কবর খনন করা হয়েছিল । সে সময় ছিল হজ্জের মৌসুম । জনগনের ভিড় এড়ানোর জন্য রাত্রিকালে কবর খনন করা হয় । আমার কয়েকজন আত্মীয়স্বজন সে বছর হজ্জ পালন করতে গিয়েছিলেন । তারা উক্ত ৩ জন সাহাবাদের মর দেহ দেখার সৌভাগ্য অর্জন করেন । কবর খনন করার পর দেখা গেল, সাহাবাদের লাশ তাজা । কবর দেওয়ার সময় যেমন ছিল তেমনি আছে । পোকা-মাকড় তাদের লাশ কোন ক্ষতি করে নাই । অসংখ্য মানুষ তাদের লাশ দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!