চৌদ্দশত বছর পরেও তিনজন সাহাবার মর দেহ ছিল তরুতাজা
মসজিদে নববী সম্প্রসারণের কাজে তিনজন সাহাবার কবর স্থান্তর করার প্রয়োজন দেখা দিল । ১৯৬৮ সালে আমি মদিনা মুনাওয়ারায় তাদের কবর দেখছিলাম । শত শত বছরের পুরাতন কবরের কাঁচা দেয়ালের চিহ্ন বিদ্যমান দেখেছি । পরবর্তীকালে মসজিদে নববী সম্প্রসারণের প্রয়োজনে ৩ জন সাহাবার কবর খনন করে তাদের পবিত্র লাশ জান্নাতুল বাকিতে স্থানান্তর করা হয় । নওয়ায়ে ওয়াক্ত উর্দু দৈনিক পত্রিকায় এ সম্পর্কে খবর ছাপা হয়েছিল ।
সাহাবাদের কবর স্থানান্তর এর প্রয়োজনে যখন কবর খনন করা হয়েছিল । সে সময় ছিল হজ্জের মৌসুম । জনগনের ভিড় এড়ানোর জন্য রাত্রিকালে কবর খনন করা হয় । আমার কয়েকজন আত্মীয়স্বজন সে বছর হজ্জ পালন করতে গিয়েছিলেন । তারা উক্ত ৩ জন সাহাবাদের মর দেহ দেখার সৌভাগ্য অর্জন করেন । কবর খনন করার পর দেখা গেল, সাহাবাদের লাশ তাজা । কবর দেওয়ার সময় যেমন ছিল তেমনি আছে । পোকা-মাকড় তাদের লাশ কোন ক্ষতি করে নাই । অসংখ্য মানুষ তাদের লাশ দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন ।